আলজেরিয়ার প্রধানমন্ত্রী করোনায় আক্রান্ত

Looks like you've blocked notifications!
আলজেরিয়ার প্রধানমন্ত্রী আয়মান বেনাবদেরাহমানে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। ছবি : সংগৃহীত

আলজেরিয়ার প্রধানমন্ত্রী আয়মান বেনাবদেরাহমানে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। দেশটির রাষ্ট্রায়ত্ত একটি টেলিভিশনের খবরে তাঁর করোনায় আক্রান্তের বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

অল্প কিছুদিন আগেই আলজেরিয়ার প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন আয়মান বেনাবদেরাহমানে। প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর আয়মান গত বুধবার নতুন মন্ত্রিসভা গঠন করেন। খবর রয়টার্সের।

করোনায় আক্রান্ত হওয়ার কারণে তিনি আপাতত কোয়ারেন্টিনেই থাকছেন। সে কারণে তাঁকে আগামী কয়েকদিন প্রধানমন্ত্রীর কার্যালয়ে দেখা যাবে না।

তবে নিজের কার্যালয়ে না বসলেও তিনি নিজ বাড়ি থেকেই ভার্চুয়াল মিটিংয়ের মাধ্যমে দায়িত্বপালন অব্যাহত রাখবেন বলে রাষ্ট্রায়ত্ত টেলিভিশনের খবরে জানানো হয়েছে।

খবরে আরও জানানো হয়, শনিবার আলজেরিয়ার প্রেসিডেন্ট আবদুলমাজিদ তাবুউন করোনার বিধিনিষেধ জারি করার বিষয়ে নতুন সরকারকে নির্দেশনা দিয়েছেন। আবারও দেশজুড়ে শারীরিক দূরত্ব বজায় রাখা ও মাস্ক পরার বিধিনিষেধ জারির নির্দেশ দিয়েছেন তিনি। এর পাশাপাশি সংক্রমণের ঊর্ধ্বগতি মোকাবিলায় টিকা কর্মসূচি জোরদার করতে বলেছেন তিনি।