ইইউ সদর দপ্তরের পাশে ছুরি হামলা, আহত তিন

Looks like you've blocked notifications!
বেলজিয়ামের রাজধানী ব্রাসেলসে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) সদর দপ্তর। ছবি : রয়টার্স

বেলজিয়ামের রাজধানী ব্রাসেলসে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) সদর দপ্তরের পাশে ছুরি হামলার ঘটনা ঘটেছে। এতে আহত হয়েছেন তিন জন। তাঁদের মধ্যে একজনের অবস্থা গুরুতর।

ব্রাসেলসের মেয়র ফিলিপ্পি ক্লোজ জানান, স্থানীয় সময় গতকাল সোমবার (৩০ জানুয়ারি) সন্ধ্যায় ইইউর সদর দপ্তরের পাশে শুম্যান মেট্রো স্টেশনের ভেতর হামলার এ ঘটনা ঘটে।

হামলার পরপরই সন্দেহভাজন হামলাকারীকে আটক করা হয়েছে। বার্তা সংস্থা এএফপির বরাতে এ খবর জানিয়েছে এনডিটিভি।

শহরটির পুলিশ জানিয়েছে, এ হামলায় কেউ মারা না গেলেও তিন জন আহত হয়েছেন। তাঁদের মধ্যে একজনের অবস্থা গুরুতর।

তবে এ হামলার কারণ সম্পর্কে কিছু জানায়নি ব্রাসেলস পুলিশ। সন্দেহভাজন হামলাকারীর নাম-পরিচয় প্রকাশ করা হয়নি। দেশটির সংবাদমাধ্যমে প্রকাশিত খবর, হামলাকারী একজন পুরুষ। বয়স আনুমানিক ৩০ বছর।

তদন্তের সঙ্গে সম্পৃক্ত একটি সূত্র এএফপিকে জানিয়েছে, সন্দেহভাজন হামলাকারীকে আগে থেকে চিনত ব্রাসেলস পুলিশ। ওই ব্যক্তি ‘মানসিক অবসাদে’ ভুগছিলেন।