ইউক্রেনের দিনিপ্রুদনের মেয়রকে অপহরণের অভিযোগ

Looks like you've blocked notifications!
ইউক্রেনের দক্ষিণাঞ্চলীয় শহর দিনিপ্রুদনের মেয়র ইয়েভেন মাতভেয়েভ। ছবি : সংগৃহীত

ইউক্রেনের দক্ষিণাঞ্চলীয় শহর দিনিপ্রুদনের মেয়র ইয়েভেন মাতভেয়েভকে অপহরণের অভিযোগ উঠেছে রুশ বাহিনীর বিরুদ্ধে। ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রী দিমিত্রো কুলেবা এমনটি জানিয়েছেন।

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদনে বলা হয়, গত তিনদিনে এ নিয়ে ইউক্রেনের দুই মেয়রকে অপহরণের অভিযোগ উঠেছে রুশ বাহিনীর বিরুদ্ধে। এর আগে গত শুক্রবার মেলিতোপোল শহরের মেয়রকে অপহরণের অভিযোগ উঠে।

কুলেবা বলেন, ‘রুশ যুদ্ধাপরাধীরা মাতভেয়েভকে অপহরণ করেছে। স্থানীয় সমর্থন না পেয়ে আক্রমণকারীরা সন্ত্রাসে পরিণত হয়েছে। আমি ইউক্রেন এবং গণতন্ত্রের বিরুদ্ধে রুশ সন্ত্রাস বন্ধ করার জন্য সব রাষ্ট্র এবং আন্তর্জাতিক সংস্থার প্রতি আহ্বান জানাই।’