ইউক্রেনের ‘৩৩টি বেসামরিক স্থাপনায় বোমা হামলা’ চালিয়েছে রাশিয়া
রাশিয়ার সামরিক বাহিনী ইউক্রেনের বেসামরিক অঞ্চলগুলোকে লক্ষ্যবস্তু করছে বলে জানিয়েছে ইউক্রেনের স্বরাষ্ট্র মন্ত্রণালয়। খবর বিবিসির
ইউক্রেনের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তা ভাদিম ডেনিসেনকো বার্তা সংস্থা রয়টার্সকে বলেন, ‘রাশিয়া বলছে—তারা বেসামরিক কোনো কিছুতে হামলা করছে না, কিন্তু গত ২৪ ঘণ্টায় ৩৩টি বেসামরিক স্থাপনায় হামলা হয়েছে।’
গতকাল বৃহস্পতিবার হামলা শুরু করার পর থেকে রুশ সেনারা এরই মধ্যে ইউক্রেনের রাজধানী কিয়েভের কাছাকাছি চলে এসেছে। এর আগে ইউক্রেনের উত্তর, পূর্ব ও দক্ষিণাঞ্চল দিয়ে রুশ বাহিনীর একাধিক বহর দ্রুত কিয়েভের দিকে এগোতে থাকে।
ইউক্রেনের কর্মকর্তারা নাগরিকদের রুশ বাহিনীর বিরুদ্ধে মলোটোভ ককটেল হামলা চালিয়ে লড়াই করার আহ্বান জানিয়েছেন।