ইউক্রেনে যুদ্ধবিমান পাঠাবে না জার্মানি

Looks like you've blocked notifications!
ইউক্রেনে যুদ্ধবিমান না পাঠানোর কথা সাফ জানিয়ে দিয়েছে জার্মানি। ছবি : সংগৃহীত

ইউক্রেনে যুদ্ধবিমান না পাঠানোর কথা সাফ জানিয়ে দিয়েছে জার্মানি। দেশটির চ্যান্সেলর ওলাফ শলৎস বিষয়টি জানান। খবর বিবিসির।

জার্মানিতে থাকা যুক্তরাষ্ট্রের ঘাঁটি থেকে পোল্যান্ড তার মিগ-২৯ যুদ্ধবিমানগুলো ইউক্রেনে পাঠানোর যে প্রস্তাব দিয়েছে তা প্রত্যাখ্যান করেছে ওয়াশিংটন। এর পর জার্মানি নিজের অবস্থান পরিষ্কার করল।

চ্যান্সেলর ওলাফ বলেন, জার্মানি অস্ত্রসহ সব ধরনের প্রতিরক্ষা সরঞ্জাম সরবরাহ করেছে। তবে অবশ্যই যুদ্ধবিমান এর অংশ নয়।

এর আগে ইউক্রেনে যুদ্ধবিমান পাঠানো নিয়ে পোল্যান্ডের প্রস্তাব প্রত্যাখ্যান করেছে যুক্তরাষ্ট্র।

২৪ ফেব্রুয়ারি ইউক্রেনের দনবাস অঞ্চলে সামরিক অভিযানের নির্দেশ দেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।

এর পর থেকে ইউক্রেনকে সহায়তায় পশ্চিমা বিশ্বের বিভিন্ন দেশ অস্ত্র সহায়তা দিচ্ছে।