ইউক্রেনে রুশ আগ্রাসন বৈশ্বিক সমস্যা : বাইডেন

Looks like you've blocked notifications!
জাপানের রাজধানী টোকিওতে কোয়াড জোটের বৈঠকে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। ছবি : সংগৃহীত

ইউক্রেনে চলমান রুশ আগ্রাসনকে ‘বৈশ্বিক সমস্যা’ হিসেবে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। এ সংকট আন্তর্জাতিক শৃঙ্খলা, আঞ্চলিক অখণ্ডতা ও সার্বভৌমত্ব বজায় রাখার গুরুত্বকে আরও বাড়িয়ে তুলেছে বলে মনে করছেন তিনি।

আজ মঙ্গলবার জাপানের রাজধানী টোকিওতে যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন ভারত-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের জোট ‘কোয়াডের’ বৈঠকের উদ্বোধনী বক্তৃতায় বাইডেন এ মন্তব্য করেন। বার্তা সংস্থা রয়টার্স এ তথ্য জানিয়েছে।

যুক্তরাষ্ট্র, জাপান, ভারত ও অস্ট্রেলিয়ার কোয়াড জোটের বৈঠকে মার্কিন প্রেসিডেন্ট আরও বলেন, ‘এটি শুধু ইউরোপের সমস্যা নয়। এটি বৈশ্বিক সমস্যা।’

বাইডেন জোর দিয়ে বলেন, ‘ওয়াশিংটন মিত্রদের পাশে দাঁড়াবে। মুক্ত ও স্বাধীন ভারত-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল প্রতিষ্ঠায় উদ্যোগ নেবে।’

‘বিশ্বের কোথাও আন্তর্জাতিক আইন ও মানবাধিকারের মতো বিষয়গুলো লঙ্ঘন করা হলে তা প্রতিরোধ করা হবে,’ যোগ করেন বাইডেন।

এদিকে, গতকাল সোমবার ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি সুইজারল্যান্ডের দাভোসে বিশ্ব অর্থনৈতিক ফোরামে জানান, ভবিষ্যতে নিজেদের লক্ষ্য অর্জনে ‘পেশী শক্তির’ ব্যবহারকে নিরুৎসাহিত করতে সারা বিশ্বের উচিৎ রাশিয়ার বিরুদ্ধে আরও কঠোর নিষেধাজ্ঞা আরোপ করা।

জার্মানি জানিয়েছে, ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) খুব শিগগির রাশিয়ার তেল আমদানির ওপর নিষেধাজ্ঞা আরোপ করতে পারে। যদিও ইইউ’র ২৭ সদস্যের বেশিরভাগই রুশ জ্বালানির ওপর বিশেষভাবে নির্ভরশীল।