ইউক্রেনে রুশ হামলার বিরুদ্ধে জাতিসংঘে নিন্দা প্রস্তাব গৃহীত
![](https://publisher.ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2022/03/03/un.jpg)
ইউক্রেনে রাশিয়ার আগ্রাসনের বিরুদ্ধে জাতিসংঘের সাধারণ পরিষদে নিন্দা প্রস্তাব গৃহীত হয়েছে। খবর ভয়েস অব আমেরিকার।
জাতিসংঘের সাধারণ পরিষদ স্থানীয় সময় বুধবার ইউক্রেনে রুশ হামলার তীব্র নিন্দা জানিয়েছে এবং রাশিয়ার সেনাদের অবিলম্বে সম্পূর্ণ প্রত্যাহার করার আহ্বান জানিয়েছে।
মস্কোর সামরিক বাহিনী ইউক্রেনের বেশ কয়েকটি শহরে বিমান ও সেনাবাহিনী নিয়ে হামলা করার প্রায় এক সপ্তাহ পর জাতিসংঘের সাধারণ পরিষদ শান্তির জন্য ঐক্যের প্রশ্নে এক ভোটাভুটির আয়োজন করে। সাধারণ পরিষদের ১৯৩টি সদস্য রাষ্ট্রের মধ্যে ১৮১টি দেশ ওই ভোটে অংশ নেয়। এর মধ্যে, ১৪১টি দেশ মস্কোর নিন্দা প্রস্তাবকে সমর্থন করে। রাশিয়া এবং তার মিত্রদল—বেলারুশ, সিরিয়া, উত্তর কোরিয়া, ইরিত্রিয়াসহ পাঁচটি দেশ ছিল প্রস্তাবের বিপক্ষে। এ ছাড়া বাংলাদেশসহ ৩৫ দেশ ভোটদানে বিরত থাকে। তবে, তা নিন্দা প্রস্তাবের জন্য প্রয়োজনীয় দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতাকে প্রভাবিত করেনি।
চীন, ইরান, নিকারাগুয়া, কিউবা, পাকিস্তানসহ ঐতিহ্যগতভাবে মস্কোর সঙ্গে জোটবদ্ধ কিছু দেশ ভোটদানে বিরত ছিল। তবে, রাশিয়ার পক্ষেও কিছু সমর্থক ছিল।
ভোটের ফলাফলের পর জাতিসংঘে নিযুক্ত ইউক্রেনের রাষ্ট্রদূত সেরগেই কিসলিতসা সাংবাদিকদের বলেন, ‘এ ভোট রুশ ফেডারেশনের জন্য নিঃসন্দেহে একটি শক্তিশালী বার্তা।’
জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস সাংবাদিকদের বলেন, ‘সাধারণ পরিষদের এ বার্তা বলিষ্ঠ ও স্পষ্ট—ইউক্রেনে শত্রুতা শেষ করুন এবং তা এখনই। বন্দুক নামিয়ে রাখুন—এখনই। সংলাপ ও কূটনীতির দরজা খুলুন—এখনই।’
ভোটের পর ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত ওলাফ স্কুগ বলেন, ‘রুশ সরকার ক্রমেই একা হয়ে পড়ছে। গোটা বিশ্ব বলেছে, তাকে অবিলম্বে আগ্রাসন বন্ধ করতে হবে, তার সৈন্য প্রত্যাহার করতে হবে এবং জাতিসংঘ সনদের নিয়ম মেনে চলতে হবে। রাশিয়া আগ্রাসন বেছে নিয়েছে। আর, বিশ্ব বেছে নিয়েছে শান্তি।’
কিয়েভ থেকে, ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদমির জেলেনস্কি টুইটারে সাধারণ পরিষদের এ ভোটকে স্বাগত জানিয়েছেন। ইউক্রেনের সমর্থনে যারা ভোট দিয়েছে, তাদের তিনি ধন্যবাদ জানিয়ে বলেছেন, তারা ‘ইতিহাসের সঠিক পথটি’ বেছে নিয়েছেন।
যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত লিন্ডা টমাস-গ্রিনফিল্ড ভোটের আগে দেশগুলোর প্রতি নিন্দা প্রস্তাবে ভোট দেওয়ার আহ্বান জানান।
![](https://publisher.ntvbd.com/sites/default/files/styles/very_big_1/public/images/2022/03/03/un-assembly-inside.jpg)
যদিও সাধারণ পরিষদ ঐতিহাসিকভাবে অনেক বিষয়েই বিভক্ত। জাতিসংঘের সভাগুলো অনুসরণ করে নিরাপত্তা পরিষদের প্রতিবেদন অনুসারে, ১৯৫০ সালে গৃহীত হওয়ার পর থেকে এক ডজনেরও কম বার শান্তির জন্য ঐক্যের আহ্বান করা হয়েছে। সর্বশেষ আহ্বান করা হয়েছিল ৪০ বছর আগে, ১৯৮২ সালে, ইসরায়েল সম্পর্কিত বিষয়ে।