ইউক্রেন যাচ্ছেন পোল্যান্ড, চেক ও স্লোভেনিয়ার প্রধানমন্ত্রী

Looks like you've blocked notifications!
ইউক্রেনের রাজধানী কিয়েভে রুশ হামলা। ছবি : রয়টার্স

চলমান সংকট নিয়ে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে আলোচনা করতে কিয়েভ যাচ্ছেন পোল্যান্ড, চেক রিপাবলিক ও স্লোভেনিয়ার প্রধানমন্ত্রী।

এই তিন প্রধানমন্ত্রীর মঙ্গলবারের ইউক্রেন সফরের বিষয়টি পোল্যান্ড সরকার নিশ্চিত করেছে বলে জানিয়েছে সংবাদমাধ্যম বিবিসি।

ইউক্রেনের স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রতি পুরো ইউরোপীয় ইউনিয়নের ‘দ্ব্যর্থহীন সমর্থন’ দেখানো এই সফরের উদ্দেশ্য বলে জানা গেছে। ‘ইউরোপিয়ান কাউন্সিলের প্রতিনিধি’ হিসেবে এ তিন প্রধানমন্ত্রী ইউক্রেনে যাচ্ছেন।

ইউরোপিয়ান কাউন্সিলের প্রেসিডেন্ট চার্লস মিশেল ও ইউরোপিয়ান কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ভন ডার লেয়েনের ‘সম্মতিতে’ এই সফর হচ্ছে।

চেক রিপাবলিকের প্রধানমন্ত্রী বলেছেন, স্বাধীনতা ও মুক্তির প্রতি সমর্থন পুনর্ব্যক্ত করার লক্ষ্যেই ইউরোপিয়ান কাউন্সিলের এই আনুষ্ঠানিক ভ্রমণ।