ইউক্রেন যুদ্ধে আফ্রিকায় গমের আটার দাম বেড়েছে ৪৫ শতাংশ

Looks like you've blocked notifications!
আফ্রিকার মানুষজনকে গমের আটা ৪৫ শতাংশ বেশি দামে কিনতে হচ্ছে। ছবি : সংগৃহীত

ইউক্রেনে রাশিয়ার আগ্রাসনের ফলে চলমান যুদ্ধের কারণে কৃষ্ণসাগর হয়ে রপ্তানি কার্যক্রম বন্ধ রয়েছে। এর ফলে আফ্রিকার মানুষজনকে গমের আটা ৪৫ শতাংশ বেশি দামে কিনতে হচ্ছে। নিরুপায় হয়ে আফ্রিকার অনেকেই গমের আটা বাদ দিয়ে অন্য শস্যের ওপর নির্ভরশীল হওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। যুক্তরাষ্ট্রের সংবাদ সংস্থা অ্যাসোসিয়েটেড প্রেসের একটি প্রতিবেদনের বরাত দিয়ে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরা এ তথ্য জানিয়েছে।

প্রতিবেদন বলছে, সোমালিয়ার মতো কিছু দেশ ৯০ শতাংশের বেশি গম আমদানি করে রাশিয়া ও ইউক্রেন থেকে। এসব দেশের অনেককেই বিকল্প পথে এগোতে হয়েছে। দেশটিতে গমের বাজার চড়া হওয়ার কারণে অন্যান্য শস্যের দামও বেড়ে গেছে।

এই পরিস্থিতিতে সোমালিয়া, ইথিওপিয়া ও কেনিয়ায় চলমান ক্ষুধামন্দা আরও বেড়েছে। এই তিন দেশ মিলে হর্ন অব আফ্রিকা খ্যাত অঞ্চলটির বহু এলাকায় টানা খরার কারণে খাদ্যসংকট চরমে পৌঁছেছে।