ইউক্রেন যুদ্ধ প্রসঙ্গে জাতিসংঘে রাশিয়ার প্রতি নিন্দা, সৈন্য প্রত্যাহারের দাবি

Looks like you've blocked notifications!
রাশিয়া-ইউক্রেন যুদ্ধের ভয়াবহতা। ছবি : রয়টার্সের ফাইল ছবি

ইউক্রেনে রাশিয়ার আগ্রাসনের এক বছর পূর্তিতে জাতিসংঘ সাধারণ পরিষদ সর্বসম্মতিক্রমে মস্কোর প্রতি সৈন্য প্রত্যাহারের দাবি জানিয়ে একটি প্রস্তাব পাস করেছে।

প্রস্তাবে ইউক্রেনের স্বাধীনতা ও অখন্ডতা নিশ্চিত করে একটি পূর্ণাঙ্গ, ন্যায্য ও শান্তির পক্ষে অবস্থান নিয়ে আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তা সংহত করার পক্ষে অবদান রাখার কথা বলা হয়েছে।

এই প্রস্তাবের পক্ষে ১৪১টি দেশ ভোট দেয়, রাশিয়াসহ সাতটি দেশ প্রস্তাবের বিপক্ষে ভোট দেয় আর ৩২টি দেশ অনুপস্থিত থাকে।

ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রী দিমিত্র কুলেবা এই প্রস্তাব গ্রহণ করার বিষয়টিকে স্বাগত জানিয়েছেন।

এই ভোটগ্রহণ করা হলো ইউক্রেন যুদ্ধ শুরু হওয়ার ঠিক এক বছর পর। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এই যুদ্ধকে ‘বিশেষ সামরিক অভিযান’ হিসেবে আখ্যায়িত করলেও বিশ্বের অধিকাংশ দেশ এই আগ্রাসনের কারণে গভীরভাবে বিরক্ত ও ক্ষতিগ্রস্ত।