ইউক্রেন সীমান্তে বহু যুদ্ধবিমান মজুদ রাশিয়ার, উপগ্রহের ছবি প্রকাশ
প্রতিবেশী দেশ বেলারুশ, ইউক্রেন থেকে দখল করে নেওয়া ক্রিমিয়া ও রাশিয়ার পশ্চিমাঞ্চলের বিমানঘাঁটিতে যুদ্ধবিমান প্রস্তুত রেখেছে রাশিয়া। মার্কিন মহাকাশ প্রযুক্তি কোম্পানি ম্যাক্সার রুশ যুদ্ধবিমানের কিছু ছবি প্রকাশ করেছে। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে এমন খবর প্রকাশ করা হয়েছে।
রাশিয়া ইউক্রেন সীমান্ত থেকে সামরিক বহর সরিয়ে নেওয়ার দাবি করলেও উপগ্রহ থেকে তোলা ছবিগুলোতে স্পষ্ট দেখা যাচ্ছে, সারি সারি যুদ্ধবিমান প্রস্তুত রেখেছে রাশিয়া।
গত কয়েকদিন ধরে ইউক্রেন সীমান্ত সংলগ্ন পাঁচটি বিমানঘাঁটি থেকে তোলা উপগ্রহচিত্রে রুশ বিমানবাহিনীর বাড়তি তৎপরতার প্রমাণ পাওয়া গেছে। উপগ্রহ থেকে তোলা ছবিতে দেখা গেছে, সুখোই-৩০, মিগ-৩৫ যুদ্ধবিমান এবং সামরিক হেলিকপ্টারের পাশাপাশি নানা সামরিক সরঞ্জামও মজুদ করা হচ্ছে সেখানে।
গত মঙ্গলবার ইউক্রেনের সঙ্গে যুদ্ধের কোনো পরিকল্পনা নেই বলে জানায় রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়। দক্ষিণ ও পশ্চিম প্রদেশের সেনাবাহিনীর সংশ্লিষ্ট মহড়া শেষ হওয়ায় তারা ঘাঁটিতে ফিরে যাচ্ছে বলেও দাবি করেন রুশ প্রতিরক্ষা মন্ত্রকের মুখপাত্র আইগর কোনাশেনকভ। অথচ তার আগের দিন সোমবারের এই উপগ্রহ চিত্র বলছে ভিন্ন কথা।
বৃহস্পতিবার উপগ্রহচিত্র তুলে ধরে আমেরিকা দাবি করে, ইউক্রেন সীমান্ত থেকে সেনা সরানো তো দূরের কথা, এখনও ক্রমাগত সেনা পাঠিয়ে যাচ্ছে মস্কো। ইউক্রেন সীমান্তের ৫০ কিলোমিটারের মধ্যে অন্তত ১৪টি ঘাঁটি বানিয়েছে রুশ ফৌজ। দ্রুত সীমান্তে সেনা পাঠাতে তৈরি করে ফেলা হয়েছে অস্থায়ী সেতু এবং সাধারণত যুদ্ধক্ষেত্রে যেমন চিকিৎসাকেন্দ্র থাকে রাশিয়া তেমন কিছু অস্থায়ী হাসপাতালও বানিয়েছে।