ইন্দোনেশিয়ার সেমেরুতে ফের অগ্ন্যুৎপাত, সতর্কতা জারি

Looks like you've blocked notifications!
ইন্দোনেশিয়ার পূর্ব জাভা দ্বীপের মাউন্ট সেমেরু আগ্নেয়গিরিতে ফের অগ্ন্যুৎপাত শুরু হয়েছে। ছবি : রয়টার্স

ইন্দোনেশিয়ার পূর্ব জাভা দ্বীপের মাউন্ট সেমেরু আগ্নেয়গিরিতে ফের অগ্ন্যুৎপাত শুরু হয়েছে।

স্থানীয় সময় রোববার ভোরে এই অগ্ন্যুৎপাতে আকাশ কালো ধোঁয়ায় ছেয়ে যায়। ধোঁয়ার কুণ্ডলী আকাশে দুই কিলোমিটার পর্যন্ত উপরে উঠে যায়।

অগ্ন্যুৎপাত এলাকা থেকে দূরে থাকতে স্থানীয়দের সতর্ক করেছে কর্তৃপক্ষ। খবর রয়টার্সের।

চলতি মাসের শুরুতেও সেমেরু আগ্নেয়গিরিতে ভয়াবহ অগ্ন্যুৎপাত ঘটেছিল। এতে অন্তত ৪৬ জনের প্রাণহানি হয়েছে। কয়েকজনের খোঁজ পাওয়া যায়নি। বাড়িঘর ছাড়া হয়েছে হাজারো মানুষ।

ইন্দোনেশিয়ার ‘সেন্টার ফর ভলকানোলজি অ্যান্ড জিওলোজিক্যাল হ্যাজার্ড মিটিগেশন’ (পিভিএমবিজি) জানায়, রোববার ভোরে অগ্নুৎপাতের ফলে ঘন সাদা ও ধূসর ছাই মেঘ সৃষ্টি হয়েছে।

সংস্থাটি স্থানীয় বাসিন্দাদেরকে অগ্ন্যুৎপাত এলাকার পাঁচ কিলোমিটারের মধ্যে কোনও কাজকর্র্ম করা থেকে বিরত থাকা এবং লাভা প্রবাহের ঝুঁকি এড়াতে নদীসংলগ্ন এলাকা থেকে ৫০০ মিটার (১৫০০ ফুট) দূরে থাকতে বলেছে।

তাছাড়া, বাসিন্দাদেরকে অগ্ন্যুৎপাত কেন্দ্রের ১৩ কিলোমিটার দক্ষিণ-পূর্ব এলাকায় সব কার্যক্রম বন্ধ রাখারও নির্দেশনা দিয়েছে পিভিএমবিজি।

ইন্দোনেশিয়ায় ছোট বড় মিলিয়ে আগ্নেয়গিরির সংখ্যা ১৪২টি। বিশ্বের মধ্যে এ দেশটিতেই আগ্নেয়গিরির কাছাকাছি সবচেয়ে বেশি মানুষ বাস করে।  

দেশটির অন্তত ৮৬ লাখ মানুষ আগ্নেয়গিরির ১০ কিলোমিটারের মধ্যে বাস করে।