ইন্দোনেশিয়ায় বাস দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ৩৫
![](https://publisher.ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2019/12/26/indonesia-pic.jpg)
ইন্দোনেশিয়ায় সাম্প্রতিক ভয়াবহ দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ৩৫-এ দাঁড়িয়েছে। দুর্ঘটনায় একটি বাস গড়িয়ে নদীতে পড়ে।
বার্তা সংস্থা এএফপি এক প্রতিবেদনে জানায়, ইন্দোনেশিয়ার সুমাত্রা দ্বীপে গত বুধবার নদী থেকে আরো সাতটি মরদেহ উদ্ধারের পর বৃহস্পতিবার একটি উদ্ধার টিম তৃতীয় দিনের মতো উদ্ধার অভিযান চালিয়ে যাচ্ছে।
যাত্রী তালিকা অনুযায়ী বাসটি ২৭ জন যাত্রী নিয়ে বেংকুলু প্রদেশ থেকে পাগার আলামের উদ্দেশে যাত্রা করেছিল। তবে কয়েকজন যাত্রী পুলিশকে জানায়, সোমবার মধ্যরাতে দুর্ঘটনার সময় বাসটিতে অন্তত ৫০ জন যাত্রী ছিল।
দক্ষিণ সুমাত্রায় উদ্ধারকারী দলের মুখপাত্র টাউফান বৃহস্পতিবার জানান, ৩৫ ব্যক্তি প্রাণ হারিয়েছেন। তাদের মধ্যে ১৬ জন পুরুষ ও ১৯ জন নারী। তিনি এএফপিকে জানান, উত্তরে ছয় কিলোমিটারজুড়ে উদ্ধার অভিযান চলছে। ১৩ জনকে উদ্ধার করা হয়েছে এবং আরো মরদেহের সন্ধানে অভিযান অব্যাহত রয়েছে।
স্থানীয় পুলিশপ্রধান ডলি গুমারা জানিয়েছেন, এ দুর্ঘটনায় অন্তত আট শিশুর মৃত্যু হয়েছে।
দক্ষিণ-পূর্ব এশিয়ার এ দ্বীপাঞ্চলে প্রায়ই সড়ক দুর্ঘটনা ঘটে থাকে। পুরোনো যানবাহন, দুর্বল ব্যবস্থাপনা ও রাস্তার নিয়মাবলী সঠিকভাবে পালন না করা এ ধরনের দুর্ঘটনার কারণ।
গত সেপ্টেম্বরে পশ্চিম জাভার সুকাবুমি অঞ্চলে বাস খাদে পড়ে অন্তত ২১ ব্যক্তির মৃত্যু হয়।