ইন্দোনেশিয়ায় ভূমিধসে নিহত ১১, নিখোঁজ অর্ধশত

Looks like you've blocked notifications!
রয়টার্সের ফাইল ছবি

ভারী বৃষ্টিপাতে সৃষ্ট ভূমিধসে ইন্দোনেশিয়ায় অন্তত ১১ জন নিহত হয়েছে। দেশটির নাতুনা প্রদেশের রিয়াউ দ্বীপপুঞ্জের এই ঘটনায় এখনও নিখোঁজ রয়েছে অন্তত ৫০। দেশটির দুর্যোগ প্রশমন এজেন্সির (এনডিএমএ) বরাতে আজ সোমবার (৬ মার্চ) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে রয়টার্স।

এনডিএমএর কর্মকর্তা আব্দুল মুহারি স্থানীয় সম্প্রচার মাধ্যম কোম্পাসকে বলেন, ‘সোমবারের ভূমিধসে ১১ জন নিহত ও ৫০ জন নিখোঁজ রয়েছেন।’

নিহতের সংখ্যা বাড়তে পারে বলে জানিয়েছেন নাতুনা প্রদেশের রিয়াউ দ্বীপপুঞ্জের দুর্যোগ কর্মকর্তা জুনাইনাহ। এই কর্মকর্তা বলেছেন, ‘ভূমিধসে ওই এলাকার সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে। আবহাওয়ার পরিবর্তন হচ্ছে। বাতাস এখনও জোরে বইছে।’

রয়টার্স জানিয়েছে, নাতুনা প্রদেশের রাজধানী থেকে রিয়াউ দ্বীপপুঞ্জে যেতে পাঁচ ঘণ্টা সময় লাগে। ভূমিধসে গাছ উপড়ে পড়েছে। কাঁদায় ক্ষতিগ্রস্ত হয়েছে বাড়িঘর। বিদ্যুৎ পরিষেবাও ব্যাহত হচ্ছে। উদ্ধারকারীদের ঘটনাস্থলে পাঠানো হয়েছে।