ইবোলায় গিনি ও কঙ্গোতে ৯ জনের মৃত্যু, আক্রান্ত ১৪

Looks like you've blocked notifications!
ইবোলা ভাইরাসে আক্রান্ত হয়ে আফ্রিকার দেশ গিনি ও ডিআর কঙ্গোতে এ পর্যন্ত নয়জনের মৃত্যু হয়েছে। ছবি : সংগৃহীত

ইবোলা ভাইরাসে আক্রান্ত হয়ে আফ্রিকার দেশ গিনি ও ডিআর কঙ্গোতে এ পর্যন্ত নয়জনের মৃত্যু হয়েছে। এ ছাড়া দেশ দুটিতে অন্তত ১৪ জন ইবোলা ভাইরাসে আক্রান্ত হয়েছে।

বার্তা সংস্থা সিনহুয়ার প্রতিবেদনে বলা হয়, গতকাল সোমবার আফ্রিকার রোগ নিয়ন্ত্রণ ও প্রতিরোধ কেন্দ্র (আফ্রিকা সিডিসি) এ কথা জানায়।

৫৫ সদস্য বিশিষ্ট আফ্রিকান ইউনিয়নের বিশেষায়িত স্বাস্থ্য সেবা সংস্থা আফ্রিকা সিডিসি জানায়, এ দুই দেশে ইবোলা ভাইরাসে মৃত্যুর হার ৬৪ দশমিক ৩ শতাংশ।

আফ্রিকা সিডিসি জানায়, সর্বশেষ খবর অনুযায়ী, ডিআর কঙ্গোতে নতুন করে একজন ইবোলায় আক্রান্ত ও দুজনের মৃত্যু হয়েছে এবং এ ভাইরাসের সংক্রমণ থেকে নতুন করে কেউ সুস্থ হয়ে ওঠেনি।

তারা আরও জানায়, গিনির এন’জারাকোরে নতুন করে তিনজন ইবোলা ভাইরাসে আক্রান্ত হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

২০১৪ থেকে ২০১৬ সাল পর্যন্ত পশ্চিম আফ্রিকায় ছড়িয়ে পড়া ইবোলা ভাইরাসে ১১ হাজার তিনশর বেশি মানুষ প্রাণ হারিয়েছে এবং ২৮ হাজার ৬০০ জনের বেশি আক্রান্ত হয়েছে।