ইরাকে তুমুল বিক্ষোভ, মার্কিন দূতাবাস লক্ষ্য করে রকেট হামলা
![](https://publisher.ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2020/01/21/iraq.jpg)
ইরাকে ফের শুরু হওয়া সরকারবিরোধী বিক্ষোভে পুলিশের গুলিতে পাঁচজন নিহত ও অর্ধশত আহত হয়েছে। এ ছাড়া আজ মঙ্গলবার সকালে ইরাকের রাজধানী বাগদাদের সুরক্ষিত গ্রিন জোনে তিনটি রকেট হামলার খবর পাওয়া গেছে। এর মধ্যে দুটি হামলার লক্ষ্যস্থল ছিল মার্কিন দূতাবাসের সন্নিকটে। তবে এসব হামলায় হতাহতের খবর পাওয়া যায়নি এবং কোনো পক্ষ এর দায় স্বীকারও করেনি।
বাগদাদে গতকাল সোমবার দ্বিতীয়দিনের মতো রাজপথ দখলে নেয় হাজার হাজার বিক্ষোভকারী। আগাম নির্বাচন, প্রধানমন্ত্রী নিয়োগে সংস্কার ও দুর্নীতিতে অভিযুক্তদের বিচার শুরু করার দাবি তোলে তারা।
বাগদাদের বিভ্ন্নি মহাসড়ক ও সেতুতে টায়ার জ্বালিয়ে অবরুদ্ধ করে রাখে তরুণ বিক্ষোভকারীরা। এরপর বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে নিরাপত্তা বাহিনীর সদস্যরা কাঁদানে গ্যাস ও গুলি ছুড়লে হতাহতের ঘটনা ঘটে।
গত ৩ জানুয়ারি শুক্রবার ভোরে বাগদাদ বিমানবন্দরে মার্কিন বিমান হামলায় নিহত হন ইরাকি জেনারেল কাসেম সোলেইমানি।
এর আগে গত মাসে ইরানি মদদপুষ্ট ইরাকি মিলিশিয়াদের হাতে এক মার্কিন ঠিকাদার নিহত হন। এরপর সিরিয়া ও ইরাকে মার্কিন বিমান হামলায় একই দিনে ২৫ হিজবুল্লাহ যোদ্ধা নিহত হন। তাঁদের জানাজায় শরিক হয়ে বাগদাদের মার্কিন দূতাবাসে হামলা চালায় বিক্ষুব্ধ জনতা।