ইরাকে হঠাৎ বন্যায় তিন বিদেশিসহ ১২ জনের মৃত্যু

Looks like you've blocked notifications!
ইরাকে হঠাৎ বন্যায় তিন বিদেশিসহ ১২ জনের মৃত্যু হয়েছে। ছবি : সংগৃহীত

ইরাকে স্বায়ত্তশাসিত কুর্দিস্তান অঞ্চলের রাজধানী আরবিলে হঠাৎ বন্যায় তিন বিদেশিসহ ১২ জনের মৃত্যু হয়েছে। সংবাদমাধ্যম এনডিটিভি এ খবর জানিয়েছে।

আরবিলের দারাতু এলাকায় গতকাল শুক্রবার অতি বৃষ্টি থেকে হঠাৎ বন্যার ঘটনা ঘটেছে। বন্যায় নিহতদের মধ্যে নারী ও শিশুও রয়েছে। আরও কয়েকদিন এ বন্যা থাকবে বলে আশঙ্কা করা হচ্ছে।

ইরাকের কুর্দি অঞ্চল অত্যন্ত খরাপ্রবণ। গত ৬৫ বছরের ইতিহাসে এবার এ অঞ্চলের একটি অংশে পানির স্তর সবচেয়ে নেমে গেছে।

কুর্দিস্তানে এবারের বন্যায় ডুবে গেছে বাড়িঘর ও রাস্তাঘাট। ক্ষতিগ্রস্ত হয়েছে বহু গাড়ি, ট্রাক ও পরিবহণ।

আরবিলের প্রাদেশিক গভর্নর ওমিদ খোশনাউ বলেছেন, গুরুতর খরা মোকাবিলার পর শক্তিশালী ঝড়ের কবলে পড়ে ভোর হওয়ার আগেই ঘরবাড়ি পানিতে ডুবে গেলে অনেকে বিস্মিত হয়ে পড়ে।

সিভিল ডিফেন্সের মুখপাত্র সারকাউত কারাচ বলেন, অনেক মানুষ তাদের বাড়িঘর ছাড়তে বাধ্য হয়েছে। এ ছাড়া মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলেও জানান তিনি।