ইরানে আরো দুই বিক্ষোভকারীর ফাঁসি কার্যকর

Looks like you've blocked notifications!
ইরানে নীতি পুলিশের হেফাজতে মাশা আমিনির মৃত্যু ঘিরে বিক্ষোভ। ছবি : রয়টার্স

নীতি পুলিশের হেফাজতে মাশা আমিনির মৃত্যু ঘিরে ইরানজুড়ে ছড়িয়ে পড়া বিক্ষোভে অংশ নেওয়া আরো দুই বিক্ষোভকারীর মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে। তারা হলেন, মোহাম্মদ মাহদি কারামি এবং সৈয়দ মোহাম্মদ হোসেইনি।

বিক্ষোভের সময় ইরানের আধাসামরিক বাহিনীর এক সদস্যকে হত্যার অভিযোগে তাদের দোষীসাব্যস্ত করাহ হয় বলে জানায় বিবিসি।

এর আগ গত ডিসেম্বরের শুরুর দিকে মাত্র চার দিনের ব্যবধানে মোহসেন শেকারি ও মাজিদ রেজা রেহনাভার্দ নামে দুই বিক্ষোভকারীকে জনসম্মুখে ফাঁসি দেওয়া হয়। তাদের উভয়ের বয়সই ছিল ২৩ বছর।

মোহসেনের বিরুদ্ধে অভিযোগ ছিল তিনি গত সেপ্টেম্বরে তেহরানের একটি প্রধান সড়ক অবরোধ করে বড় ছোরা দিয়ে আধাসামরিক বাহিনীর এক সদস্যকে আঘাত করেছিলেন। আর নিরাপত্তা বাহিনীর দুই সদস্যকে হত্যার অভিযোগে মাজিদ রেজাকে দোষী সাব্যস্ত করে মৃত্যুদণ্ড দেওয়া হয়।

এভাবে বিক্ষোভের মধ্যে নিরাপত্তা বাহিনীর সদস্যদের হত্যা করার অভিযোগ এনে আদালতের একের পর এক বিক্ষোভকারীকে মৃত্যুদণ্ড দেওয়া ‘লজ্জাজনক বিচার’ বলে বর্ণনা করেছে বিভিন্ন আন্তর্জাতিক মানবাধিকার সংগঠন।

২২ বছরের মোহাম্মদ মাহাদির পরিবার জানায়, মৃত্যুদণ্ড কার্যকরের আগে এমনকি তারা তাদের ছেলের সঙ্গে দেখা পর্যন্ত করতে পারেননি।