ইরানে দুই সমকামীর ফাঁসি কার্যকর

Looks like you've blocked notifications!
ইরানের উত্তর-পশ্চিমাঞ্চলে মারাঘে কারাগারে দুই সমকামী যুবকের ফাঁসি কার্যকর করা হয়েছে। প্রতীকী ছবি

ইরানের উত্তর-পশ্চিমাঞ্চলে মারাঘে কারাগারে দুই সমকামী যুবকের ফাঁসি কার্যকর করা হয়েছে।

ইরানের একটি মানবাধিকার সংগঠন এ তথ্য জানিয়েছে। তারা ছয় বছর ধরে কারাগারটিতে বন্দি ছিলেন। খবর এবিসি নিউজের।

ইরান হিউম্যান রাইটস মনিটর নামে একটি মানবাধিকার সংগঠন জানায়, গত রোববার মারাঘে কারাগারে মেহেরদাদ করিমপউ এবং ফরিদ মোহাম্মদি নামে দুই যুবকের ফাঁসি কার্যকর করা হয়েছে।

সমকামীতার অভিযোগে ছয় বছর আগে তাদের গ্রেপ্তার করা হয়। এ নিয়ে চলতি বছরে প্রথম মাসেই ইরানে ৪৭ জনের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে । মানবাধিকার সংস্থাগুলো বলছে, এ সংখ্যা গত বছরের জানুয়ারির তুলনায় ৩১ জন বেশি।

ইরানের আইনে সমকামীতা একটি শাস্তিযোগ্য অপরাধ। এ অপরাধের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড।