ইরানে ভয়াবহ বন্যায় নিহত ৮০, নিখোঁজ ৩০

Looks like you've blocked notifications!
ইরানে ভয়াবহ বন্যায় নিখোঁজদের উদ্ধারে চেষ্টা চালিয়ে যাচ্ছেন উদ্ধারকর্মীরা। ছবি : রয়টার্স

এক সপ্তাহের বেশি সময় ধরে ইরানজুড়ে ভয়াবহ বন্যায় অন্তত ৮০ জন নিহত এবং ৩০ জন নিখোঁজ রয়েছে। রাষ্ট্রীয় সংবাদমাধ্যমের বরাতে এ তথ্য জানিয়েছে ফ্রান্স২৪।

খবরে বলা হয়, নিখোঁজদের উদ্ধারে চেষ্টা চালিয়ে যাচ্ছেন উদ্ধারকর্মীরা। উদ্ধার অভিযান শেষ হলে নিহতের সংখ্যা বাড়তে পারে বলে দেশটির কর্মকর্তাদের বরাত দিয়ে এক প্রতিবেদনে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

রেড ক্রিসেন্ট সোসাইটির জরুরি কার্যক্রম বিষয়ক প্রধান মেহেদি ভ্যালিপুর জানান, ইরানের ৩১টি প্রদেশের ১৮টিতেই বন্যার প্রাদুর্ভাব দেখা দিয়েছে। বন্যায় ৪০০টির মতো শহর ও গ্রাম ক্ষতিগ্রস্ত হয়েছে। অনেক মহাসড়ক বন্যার পানির কারণে বন্ধ হয়ে গেছে।

তেহরানের গভর্নর মোহসেন মনসুরি রাষ্ট্রীয় টেলিভিশনকে জানিয়েছেন, এটি রাজধানীর উত্তর-পূর্বে আলবোর্জ পর্বতমালার পাদদেশের ফিরোজ কুহ এলাকা বন্যায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। স্থানীয় বাসিন্দারা পানিবন্দি হয়ে পড়েছেন। সেখানে অন্তত ১০ জনের মৃত্যু নিশ্চিত করেন তিনি। স্থানীয় সংবাদমাধ্যমগুলো আরও ছয় জন নিখোঁজ থাকার কথা জানিয়েছে।

এর আগে গত শনিবার দক্ষিণাঞ্চলীয় ফার্স প্রদেশে আকস্মিক বন্যায় ২২ জনের মৃত্যু হয়।