ইসরায়েলের সঙ্গে সুসম্পর্কের পথে তুরস্ক

Looks like you've blocked notifications!
ইসরায়েল ও তুরস্কের পতাকার ছবিটি ২০১৮ সালে তোলা। ছবি : রয়টার্স

১৫ বছর পর তুরস্কের কোনো পররাষ্ট্রমন্ত্রী মেভলেত চাভুসগ্লু ইসরায়েল সফরে যাচ্ছেন। আগামীকাল বুধবার ইসরায়েলে গিয়ে দেশটির পররাষ্ট্রমন্ত্রী ইয়ায়ির লাপিদের সঙ্গে বৈঠকে বসবেন মেভলেত চাভুসগ্লু। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরা আজ মঙ্গলবার  এ তথ্য জানায়।

এ সফরে পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে থাকবেন তুর্কি জ্বালানিমন্ত্রী ফাতিহ দোনমেজ।

আলজাজিরার প্রতিবেদনে বলা হয়, ফিলিস্তিনের ভূমিদখল সত্ত্বেও ইসরায়েলের সঙ্গে দিনকে দিন সুসম্পর্কের পথে হাটছে তুরস্কের এরদোয়ানের সরকার। 

ইসরায়েলকে জ্বালানি খাতে গুরুত্বপূর্ণ সহযোগী হিসেবে চায় তুরস্ক। ইসরায়েলের প্রাকৃতিক গ্যাসের প্রতি তুরস্কের আগ্রহ বহু আগে থেকে। রাশিয়ার ইউক্রেন আগ্রাসনের আগ থেকেই।

গত ফেব্রুয়ারিতে তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তায়েপ এরদোয়ান বলেছিলেন, ইসরায়েলের প্রাকৃতিক গ্যাস আমরা আমাদের দেশে ব্যবহার করতে পারি। ইসরায়েল-ইউরোপের সঙ্গে যৌথ প্রচেষ্টায় এ ক্ষেত্রে কাজ করতে পারি আমরা।’

এরপর গত মার্চে এক বিবৃতিতে এরদোয়ান বলেন, ‘ইসরায়েলের সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্ক গড়তে আমরা আমার মনে হয় প্রাকৃতিক গ্যাস নিয়ে কাজ করতে পারি।’ এ প্রক্রিয়ার অংশ হিসেবে ইসরায়েলি প্রধানমন্ত্রী নাফতালি বেনেট তুরস্ক সফরও করতে পারে বলে বিবৃতিতে উল্লেখ করেন এরদোয়ান।

প্রথমবারের মতো নাফতালি বেনেটের সঙ্গে ফোনে কথা বলেন তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তায়েপ এরদোয়ান।