ইসরায়েলে আবারও নির্বাচন

Looks like you've blocked notifications!
ইসরায়েলের প্রধানমন্ত্রী নাফতালি বেনেট। ছবি : রয়টার্স

ইসরায়েলে আবারও নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। এ নিয়ে চার বছরের মধ্যে পঞ্চমবারের মতো সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে দেশটিতে।

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির খবরে বলা হয়েছে, সর্বশেষ যে জোট গঠিত হয়েছিল, তাতে ফাটল ধরায় এই পথে হাঁটল বর্তমান সরকার। আগামী অক্টোবরে এ নির্বাচন অনুষ্ঠিত হতে পারে।

দেশটির বর্তমান প্রধানমন্ত্রী নাফতালি বেনেটের অধীন নির্বাচন অনুষ্ঠিত হবে না। নির্বাচন অনুষ্ঠিত হবে তাঁর জোটসঙ্গী ইয়ার লাপিদের অধীনে। কারণ, জোটের শর্ত অনুসারে, সরকারের পূর্ণাঙ্গ মেয়াদের অর্ধেক সময় বেনেট ও অর্ধেক সময় লাপিড প্রধানমন্ত্রী থাকবেন।

এদিকে, জোট ভেঙে যাওয়ায় খানিকটা উচ্ছ্বাস প্রকাশ করেছেন দেশটির সাবেক প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। তিনি বলেছেন, আসছে নির্বাচনের মধ্য দিয়ে আবারও ক্ষমতায় ফিরবেন তিনি।

ইসরায়েলের ইতিহাসে সবচেয়ে বৈচিত্র্যময় জোটটি পতনের দ্বারপ্রান্তে ছিল বলে কয়েক সপ্তাহ ধরে জল্পনা-কল্পনার পর গতকাল সোমবার নতুন করে নির্বাচনের ঘোষণা এলো।