ইসরায়েলে চীনা রাষ্ট্রদূতের লাশ উদ্ধার
![](https://publisher.ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2020/05/17/israel.jpg)
ইসরায়েলে নিযুক্ত চীনা রাষ্ট্রদূত দু ওয়েইর মরদেহ উদ্ধার করা হয়েছে। দেশটির তেলআবিব শহরে নিজ অ্যাপার্টমেন্ট থেকে তাঁর লাশ উদ্ধার করা হয়। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি আজ রোববার এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে।
প্রতিবেদনে বলা হয়, ৫৭ বছর বছর বয়সী দু ওয়েইকে তাঁর বাসার বিছানায় পড়ে থাকতে দেখা যায়। তবে কী কারণে তাঁর মৃত্যু হয়েছে, তা জানা যায়নি।
রাষ্ট্রদূত দু ওয়েই বিবাহিত ছিলেন এবং তাঁর ছেলেসন্তান রয়েছে। স্ত্রী ও সন্তান তাঁর সঙ্গে ইসরায়েলে ছিলেন না বলে ধারণা করা হচ্ছে। এ বিষয়ে বিস্তারিত জানা যায়নি।
ইসরায়েলি পুলিশের এক মুখপাত্র বার্তা সংস্থা রয়টার্সকে জানিয়েছেন, নিয়মিত কাজের অংশ হিসেবে পুলিশ ঘটনাস্থলে রয়েছে।
ইসরায়েলি টিভি চ্যানেল ‘১২ টিভি’ নাম প্রকাশ না করে একটি সূত্রের বরাত দিয়ে বলছে, দু ওয়েই ঘুমন্ত অবস্থায় মৃত্যুবরণ করেছেন। অস্বাভাবিক কোনো কারণে তাঁর মৃত্যু হয়নি বলেও দাবি করা হয়।
এর আগে করোনাভাইরাস মোকাবিলায় চীনের সমালোচনা করে বক্তব্য দিয়েছিলেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও। এরপর গত শুক্রবার পম্পেওর বক্তব্যের বিরোধিতা করে আক্রমণাত্মক মন্তব্য করে ইসরায়েলে নিযুক্ত চীনা দূতাবাস।