ইসরায়েলে রাষ্ট্রদূত নিয়োগ দিল তুরস্ক : প্রতিবেদন
ইসরায়েলে নতুন রাষ্ট্রদূত নিয়োগ দিয়েছে তুরস্ক সরকার। ২০১৮ সালে গাজা উপত্যকায় ফিলিস্তিনিদের ওপর হত্যাকাণ্ড চালানো এবং জেরুজালেমে মার্কিন দূতাবাস স্থানান্তর করার প্রতিবাদে তুরস্কের রাষ্ট্রদূতকে দেশে ফেরত নেওয়া হয়। এরপর এই প্রথম অধিকৃত ভূখণ্ডে নতুন করে রাষ্ট্রদূত নিয়োগ করার উদ্যোগ নিল আঙ্কারা। খবর আলজাজিরার।
নিয়োগ পাওয়া রাষ্ট্রদূত উফুক উলুতাস (৪০) জেরুজালেমের হিব্রু বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেছেন। গত সপ্তাহে কয়েকটি সূত্রের বরাত দিয়ে আল-মনিটর জানিয়েছিল, উলুতাস কোনো পেশাদার কূটনীতিক নন, তবে ‘খুবই মার্জিত’, ‘চতুর’ এবং ‘ফিলিস্তিনপন্থী’।
সম্প্রতি যুক্তরাষ্ট্রে সঙ্গে তুরস্কের সম্পর্কে টানাপোড়েন দেখা দিয়েছে। এমন পরিস্থিতিতে নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের প্রশাসনের সঙ্গে সম্পর্ক উন্নয়ন ঘটাতে আঙ্কারা ইসরায়েলে নতুন রাষ্ট্রদূত নিয়োগের পরিকল্পনা নিয়েছে।
এদিকে টাইমস অব ইসরায়েল রোববার এক প্রতিবেদনে জানিয়েছে, তুরস্ক রাষ্ট্রদূত নিয়োগ করলেও ইসরায়েল তুরস্কে নতুন রাষ্ট্রদূত পাঠাবে কিনা তা পরিষ্কার নয়।
২০১৬ সালে ইসরায়েলের সঙ্গে তুরস্ক সম্পর্ক স্বাভাবিক করার চুক্তি করলেও ২০১৮ সালে দুই দেশের সম্পর্ক অনেকটা টালমাটাল অবস্থার মধ্য দিয়ে পার হয়।