ঈগলের থাবা থেকে রক্ষা পেল পাহাড়ি ছাগল (ভিডিও)
সামাজিক যোগাযোগমাধ্যমসহ বিভিন্ন প্ল্যাটফর্মে ভাইরাল এক ভিডিওতে দেখা গেছে, একটি ঈগলের থাবার কবলে পড়ে প্রাণপণ চেষ্টায় বেঁচে গেছে একটি পাহাড়ি ছাগল। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে এসব তথ্য দেওয়া হয়।
ঈগল সাধারণত আকাশের অনেক উঁচুতে উড়ন্ত অবস্থায় নিচের বিষয়বস্তু দেখতে পারে। এমনকি, কয়েক মাইল দূরত্বে থাকলেও। আকাশ থেকে টার্গেট নিয়ে নিচে নেমে যে থাবা ঈগল দেয় তার ওজনও মারাত্মক। কখনও কখনও সিংহের থাবার চেয়েও শক্তিশালী হয়ে থাকে ঈগলেরটি।
সাড়ে তিন ফুটের ঈগলের আট ফুট পর্যন্ত দৈর্ঘ্যের ডানা থাকে। ছোট খাটো কোনো প্রাণী ঈগলের থাবা থেকে বেঁচে ফেরার ঘটনা বিরল। কিন্তু, এই ভিডিওতে পাহাড়ি ছাগলটি ব্যাপক কসরতে নিজেকে মুক্ত করতে সক্ষম হয়েছে। দেখে মনে হচ্ছিল, এই বুঝি ছাগলটিকে নিয়ে উড়াল দিল আক্রমণকারী ঈগল। ৫৭ সেকেন্ডের ভিডিওটি কোথায় ধারণ করা তা উল্লেখ করতে পারেনি এনডিটিভি।