ঈদুল ফিতর উপলক্ষ্যে পুতিনের শুভেচ্ছা

Looks like you've blocked notifications!
ঈদুল ফিতর উপলক্ষ্যে রাশিয়ার মুসলমানদের শুভেচ্ছা জানিয়েছেন প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। ছবি : সংগৃহীত

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষ্যে রাশিয়ার মুসলমানদের শুভেচ্ছা জানিয়েছেন প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। ক্রেমলিনের ওয়েবসাইটে এক টেলিগ্রাম পোস্টে এ শুভেচ্ছা জানান রুশ প্রেসিডেন্ট। খবর বার্তা সংস্থা তাস-এর।

টেলিগ্রাম পোস্টে পুতিন বলেন, ‘ঈদের এ প্রাচীন ছুটি প্রত্যেক মুসলমানের জন্য তাৎপর্যপূর্ণ। পবিত্র রমজান মাসের সমাপ্তি চিহ্নিত করে ঈদ। মানবতাবাদী আদর্শ, ধর্মানুরাগ ও মানুষের প্রতি দয়ার অঙ্গীকারের প্রতীক এটি। বিশ্বাসীদের ইসলামের উৎস এবং সব বিশ্বধর্মের অন্তর্গত নৈতিক নির্দেশিকাগুলোর দিকে নিয়ে যায় এ ঈদ।’

রুশ প্রেসিডেন্ট আরও বলেন, ‘স্থায়ী আধ্যাত্মিক মূল্যবোধের ওপর নির্ভর করে রাশিয়ার মুসলমানেরা সমাজে আন্তঃজাতিগত শান্তি ও সম্প্রীতি জোরদার করেছে। এ ছাড়া সাংস্কৃতিক বৈচিত্র্য রক্ষা করতে এবং আমাদের দেশের অগ্রাধিকারের স্বার্থ রক্ষায় অবদান রাখছে।’

পুতিন ছাড়াও ঈদুল ফিতর উপলক্ষ্যে মুসলমানদের শুভেচ্ছা জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন, ভারতের রাষ্ট্রপতি রাম নাথ কোবিন্দ ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।