উগ্রপন্থা প্রচারের অভিযোগে ছয় মসজিদ বন্ধ করছে ফ্রান্স
ইসলামের নামে উগ্রপন্থা প্রচারের অভিযোগে ছয়টি মসজিদ বন্ধ ও বেশ কয়েকটি ইসলামী সংগঠন নিষিদ্ধ করার পদক্ষেপ নিয়েছে ফ্রান্স। রাজধানী প্যারিসসহ ফ্রান্সের পাঁচটি শহরে রয়েছে এই মসজিদগুলো।
ফ্রান্সের স্বরাষ্ট্রমন্ত্রী গেরাল্ড ডারমানিন মঙ্গলবার সংবাদমাধ্যম লা ফিগেরোকে জানান, ২০২০ সালের নভেম্বর থেকে ‘মৌলবাদী বলে সন্দেহ করা’ উপাসনালয়গুলোর এক তৃতীয়াংশ তদন্ত করা হয়েছে।
সেই থেকে প্রায় ১০ মাসের অনুসন্ধানে ৮৯টি স্থান ও সংস্থার একটি তালিকা করে ফ্রান্সের গোয়েন্দা সংস্থা।
ডারমানিন জোর দিয়ে বলেছেন, ইসলামী ‘বিচ্ছিন্নতাবাদের’ বিরুদ্ধে দেশের লড়াইয়ের অংশ হিসেবে সাম্প্রতিক বছরগুলোতে ফরাসি নিরাপত্তা পরিষেবাগুলো তাদের নজরদারি জোরদার করেছে।
এ ছাড়া ফ্রান্সের ইসলামপন্থী প্রকাশনা সংস্থা নাওয়া এবং দেশটির কৃষ্ণাঙ্গ অধিকারবাদী অন্যতম সংগঠন এলডিএনএর (ব্ল্যাক আফ্রিকান ডিফেন্স লীগ) নামও তালিকায় রয়েছে বলে জানিয়েছেন ডারমানিন।
নাওয়া প্রকাশনার প্রধান কার্যালয় ফ্রান্সের অ্যারিজ শহরে। এই প্রকাশনার কর্তৃপক্ষ ও সংশ্লিষ্টরা ‘ইহুদিদের নির্মূল করা ও সমকামীদের পাথর ছুড়ে হত্যার’ পক্ষে প্রচারকাজ চালাচ্ছেন বলে অভিযোগ রয়েছে।
অন্যদিকে, এলডিএনর বিরুদ্ধে অভিযোগ- গত বছর উগ্রপন্থি জঙ্গিরা যখন ফ্রান্সে একের পর এক হত্যা চালাচ্ছিল, সে সময় এই সংগঠনের কর্মীরা গত বছর জুনে প্যারিসে যুক্তরাষ্ট্রের দূতাবাসের সামনে ফ্রান্সের সরকারের বিরুদ্ধে ‘ঘৃণা ছড়ানোর’ অভিযোগে প্রতিবাদ সমাবেশ করেছিল।
লা ফিগেরোকে ডারমানিন বলেন, ‘তালিকায় থাকা আরো চারটি সংস্থাকে আগামী নভেম্বরের মধ্যে নিষিদ্ধ করা হবে। আগামী বছরও এই অভিযান চলবে।’