উত্তর কোরিয়ার করোনা পরিস্থিতি আরও খারাপ হচ্ছে : আশঙ্কা ডব্লিউএইচও’র

Looks like you've blocked notifications!
প্রতীকী ছবি

উত্তর কোরিয়ার কোভিড-১৯ পরিস্থিতি আরও খারাপের দিকে যাচ্ছে বলে ধারণা করছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)। সংস্থাটি উত্তর কোরিয়ার কোভিড সংক্রমণ সংক্রান্ত কোনো তথ্য পাচ্ছে না বলেও হতাশা ব্যক্ত করেছে।

এদিকে, উত্তর কোরিয়া বলছে—ধীরে ধীরে দেশটির করোনা পরিস্থিতির উন্নতি হচ্ছে। বার্তা সংস্থা এএফপির বরাতে সংবাদ সংস্থা বাসস এ খবর জানিয়েছে।

গত ১২ মে উত্তর কোরিয়া প্রথম বারের মতো দেশটিতে করোনা সংক্রমণ দেখা দেওয়ার ঘোষণা দেয়। গত সপ্তাহে করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনারও দাবি করে দেশটি।

কিন্তু ডব্লিউএইচও’র জরুরি বিষয়ক পরিচালক মাইকেল রায়ান সাংবাদিকদের বলেন, ‘আমরা ধারণা করছি—পরিস্থিতি ভালো নয়, খারাপের দিকে যাচ্ছে।’

তবে, মাইকেল রায়ান স্বীকার করেছেন—সর্বগ্রাসী রাষ্ট্রটি (উত্তর কোরিয়া) খুব সামান্য তথ্যই সরবরাহ করে। আর, প্রয়োজনীয় তথ্য না পেলে, বিশ্বের কাছে একটি সঠিক মূল্যায়ন তুলে ধরা কঠিন।

এদিকে, উত্তর কোরিয়ার রাষ্ট্র-নিয়ন্ত্রিত বার্তা সংস্থা ‘কোরিয়ান সেন্ট্রাল নিউজ এজেন্সি’ (কেসিএনএ) আজ বৃহস্পতিবার বলেছে, গত ২৪ ঘণ্টায় ৯৬ হাজার ৬০০ ‘জ্বরের রোগী’ শনাক্ত হয়েছে। এপ্রিলের শেষ সপ্তাহ থেকে মোট ৩৮ লাখ লোক জ্বরে আক্রান্ত হয়েছে। এদের মধ্যে গত সপ্তাহ পর্যন্ত ৬৯ জন মারা গেছে।

উত্তর কোরিয়ায় বিশ্বের সবচেয়ে খারাপ স্বাস্থ্য ব্যবস্থা বিদ্যমান। তবে, কেসিএনএ’র খবরে বলা হয়েছে—আক্রান্ত ৯৫ শতাংশ লোক সুস্থ হয়েছে।