উত্তেজনার মধ্যেই পুতিনের আমন্ত্রণে রাশিয়ায় ইমরান খান
চলমান ইউক্রেন সংকট এখন তীব্র রূপ নিয়েছে। ইউক্রেন ইস্যুতে পশ্চিমা দেশগুলো রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সমালোচনার পাশাপাশি বিভিন্ন নিষেধাজ্ঞা দিচ্ছেন। এ অবস্থায় পুতিনের সঙ্গে আগামীকাল বৃহস্পতিবার বৈঠকে বসছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান। খবর আল জাজিরা ও রয়টার্সের।
পুতিন দোনেৎস্ক ও লুশানস্ককের স্বাধীনতাকে স্বীকৃতি দেওয়ার পর ইমরান খানই প্রথম বিদেশি নেতা হিসেবে মস্কো সফর করছেন। বৈঠকের জন্য বুধবার মস্কোর উদ্দেশে রওয়ানা দিয়েছেন ইমরান খান।
পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, পুতিনের আমন্ত্রণে দুইদিনের রাষ্ট্রীয় সফরে প্রধানমন্ত্রী ইমরান খানের নেতৃত্বে উচ্চ পর্যায়ের একটি প্রতিনিধি দল রাশিয়ায় গেছেন।
এদিকে পুতিনের দপ্তর থেকে জানানো হয়েছে, আগামীকাল বৃহস্পতিবার মস্কোয় আলোচনায় বসবেন পুতিন ও ইমরান।
কর্মকর্তাদের বরাতে রয়টার্স বলছে, বৈঠকে বহুল আলোচিত বিলিয়ন ডলারের গ্যাস পাইপলাইন নির্মাণের ব্যাপারে আলোচনা করবেন এই দুই নেতা।
এক হাজার ১০০ কিলোমিটার (৬৮৩ মাইল) দীর্ঘ এই পাইপলাইনটি, যা নর্থ-সাউথ গ্যাস পাইপলাইন নামেও পরিচিত, প্রাথমিকভাবে ২০১৫ সালে নির্মানের জন্য সম্মত হয়েছিল দেশ দুটি। মস্কো এবং ইসলামাবাদ উভয়ই অর্থায়নে এর নির্মাণ কাজ করবে একটি রাশিয়ান কোম্পানি।
ক্রেমলিনের ভাষ্য, পাইপলাইন ছাড়াও উভয় নেতা দ্বিপক্ষীয় সহযোগিতার মূল বিষয়গুলোর পাশাপাশি দক্ষিণ এশিয়ার উন্নয়নসহ প্রাসঙ্গিক আঞ্চলিক বিষয় নিয়ে আলোচনার পরিকল্পনা করেছেন।
পররাষ্ট্র দপ্তরের বিবৃতির বরাতে পাকিস্তানের জিও টিভির প্রতিবেদনে বলা হয়, দ্বিপক্ষীয় শীর্ষ বৈঠকে ইমরান খানের সঙ্গে একটি উচ্চপর্যায়ের প্রতিনিধিদল রয়েছেন। পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, জ্বালানি সহযোগিতাসহ দুই দেশের সম্পর্কের সামগ্রিক বিন্যাস পর্যালোচনা করবেন পুতিন ও ইমরান খান।
পাকিস্তানের পররাষ্ট্র দপ্তরের এক বিবৃতিতে বলা হয়েছে, ইসলামোফোবিয়া, আফগানিস্তান পরিস্থিতিসহ প্রধান আঞ্চলিক ও আন্তর্জাতিক ইস্যুতেও দুই নেতা বিশদ আলোচনা করবেন।