ঋণ পরিশোধে আরও ১০ বছর সময় চায় শ্রীলঙ্কা

Looks like you've blocked notifications!

বিদেশি ঋণ শোধে আরও ১০ বছর সময় চেয়েছে শ্রীলঙ্কা। গতকাল সোমবার (২০ মার্চ) দেশটির প্রেসিডেন্ট রনিল বিক্রমাসিংহে এ কথা জানান। 

রাজধানী কলম্বোয় শিক্ষার্থীদের এক সভায় বিক্রমাসিংহে বলেন, আমরা এ বছর থেকেই ঋণ পরিশোধ শুরু করেছি। আশা করছি আগামী ১০ বছরের মধ্যে সম্পূর্ণ ঋণ আমরা পরিশোধ করতে পারব। তবে কীভাবে এ ঋণ শোধ করা হবে তার কোনো পরিকল্পনা তুলে ধরেননি তিনি। এই মুহূর্তে শ্রীলঙ্কার বিদেশি ঋণের পরিমাণ ৪ হাজার ৬০০ কোটি টাকা। স্বাধীনতার পর দেশটির ইতিহাসের সবচেয়ে বড় অর্থনৈতিক সংকটে পড়ে দেশটি খবর বিবিসির।

গত বছরের এপ্রিলে  শ্রীলঙ্কা তাদের বৈদেশিক ঋণ পরিশোধে ব্যর্থ হওয়ায় দেশটির সরকার নিজেদের দেউলিয়া ঘোষণা করে। এতে দেশটিতে গণবিক্ষোভ দেখা দেয়। জনতার রোষের মুখে দেশ ছেড়ে পালান সাবেক প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপক্ষে। পরে বিদেশে থেকে পদত্যাগের ঘোষণা দেন। ওই সময় অর্থমন্ত্রী রনিল বিক্রমাসিংহ প্রেসিডেন্ট হন। 

অর্থনীতি পুনরুদ্ধার ও সংকট কাটাতে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) কাছে জরুরি ভিত্তিতে ২৯০ কোটি ডলার ঋণ চায় শ্রীলঙ্কা। আইএমএফ সেটি দিতেও সম্মত হয়। এর প্রথম কিস্তি ৩৩০ মিলিয়ন ডলার আগামী দুই দিনের মধ্যে ছাড় দেওয়ার কথা রয়েছে। 

স্বাধীনতার পর গত বছরই শ্রীলঙ্কার বৈদেশিক মুদ্রার রিজার্ভ সবচেয়ে নিচে নেমে যায়। দেশটির ইতিহাসে প্রথমবারের মতো অর্থনীতি সাত দশমিক আট শতাংশ সংকুচিত হয়।