একই সিরিঞ্জে ৩০ শিক্ষার্থীকে টিকা দিয়ে বললেন, আমার দোষ কোথায়?

Looks like you've blocked notifications!
স্বাস্থ্যকর্মী জিতেন্দ্র। ছবি : সংগৃহীত

একই সিরিঞ্জ দিয়ে ৩০ শিক্ষার্থীকে করোনার টিকা দেওয়ার অভিযোগ উঠেছে এক স্বাস্থ্যকর্মীর বিরুদ্ধে। ভারতের মধ্যপ্রদেশের সাগর শহরে এ ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে।

অভিযুক্ত ওই স্বাস্থ্যকর্মীর নাম জিতেন্দ্র। বুধবার তিনি সাগর শহরে একটি বেসরকারি স্কুলে শিক্ষার্থীদের করোনার টিকা দিচ্ছিলেন।

জিতেন্দ্রর বিরুদ্ধে অভিযোগ, একই সিরিঞ্জ ব্যবহার করে তিনি সব শিক্ষার্থীদের টিকা দিয়েছেন। যদিও এজন্য তিনি তাঁর ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে দায়ী করেছেন। খবর এনডিটিভির।

এ ঘটনায় শিক্ষার্থীদের অভিভাবকরা তাঁর বক্তব্যের একটি ভিডিও করেছেন। সেই ভিডিওতে তিনি বলছেন, ‘যে ব্যক্তি আমাকে টিকার সামগ্রী দিয়েছেন তিনি একটি সিরিঞ্জ দিয়েছিলেন। তাই ওই একটি সিরিঞ্জ দিয়েই সবাইকে টিকা দিয়েছি।’ কে সেই ব্যক্তি তা তিনি জানেন না-ভিডিওতে এ দাবিও করেছেন ওই স্বাস্থ্যকর্মী।

একই সিরিঞ্জ একজনের বেশি মানুষের ক্ষেত্রে ব্যবহার করা যায় না, এ বিষয়টি জানা আছে কি-না এমন প্রশ্নের জবাবে জিতেন্দ্রর বলেন, ‘আমি জানি, সেজন্য আমি কর্তৃপক্ষকে সিরিঞ্জের জন্য বলেছিলাম, তারা আমাকে ব্যবহারের জন্য হ্যাঁ বলেছে। এখানে আমার ভুল কোথায়? আমাকে যা করতে বলা হয়েছে আমি তাই করেছি।’

প্রসঙ্গত, এইডস রোগের সংক্রমণ দ্রুত বেড়ে যাওয়ার কারণে ১৯৯০ সালে একটি সিরিঞ্জ এক বার ব্যবহারের নিয়ম চালু হয়।

সাগর প্রশাসন কেন্দ্রীয় সরকারের ‘এক সিরিঞ্জ এক টিকা’র নিময় লঙ্ঘন এবং কাজে গাফিলতির জন্য জিতেন্দ্রের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করেছে। এ ছাড়া, জেলার টিকাকরণ কর্মকর্তা রাকেশ রোশনের বিরুদ্ধে বিভাগীয় তদন্ত শুরু হয়েছে।