এক রাতেই ৭৫ বৃদ্ধকে হত্যা করল বোকো হারাম
নাইজেরিয়ার সশস্ত্র সন্ত্রাসী সংগঠন বোকো হারাম। ছবি : সংগৃহীত
সশস্ত্র সন্ত্রাসী সংগঠন বোকো হারাম নাইজেরিয়ায় এক রাতেই ৭৫ জন প্রবীণকে গুলি করে হত্যা করেছে। বর্নো রাজ্যের মাইদুগুরি এলাকার কমিউনিটিতে একটি অনুষ্ঠান চলাকালে সন্ত্রাসীরা অতর্কিত হামলা চালায়। এতে হতাহতের ঘটনা ঘটে।
আনাদুলু এজেন্সি জানায়, বুধবার বিষয়টি নিশ্চিত করেছে দেশটির সরকার। সেখানে নিরাপত্তা বাহিনীর ব্যাপক তৎপরতার পরও থামছে না সন্ত্রাসী কার্যক্রম। দিনে দিনে সেখানকার পরিস্থিতি আরো অবনতি হচ্ছে। হামলার বিষয়ে নাইজেরিয়ার সরকারের পক্ষ থেকে বিস্তারিত কিছু জানায়নি।
দেশটির সাধারণ মানুষ যখন প্রতিনিয়ত ক্ষুধা আর দরিদ্রতার সঙ্গে যুদ্ধ করছে, তখন নানা ধরনের সহিংসতার শিকার হচ্ছেন।
গত এক দশকে দেশটির উত্তর-পূর্বাঞ্চলে বোকো হারামের হামলায় নিরাপত্তা বাহিনীর সদস্যসহ ৫০ হাজার মানুষের মারা গেছে। বাস্তুচ্যুত হয়েছে ৩০ লাখেরও বেশি মানুষ।

এনটিভি অনলাইন ডেস্ক