এপির ফটোগ্রাফারসহ মিয়ানমারে ছয় সাংবাদিক কারাগারে
মিয়ানমারে চলমান সামরিক শাসনবিরোধী বিক্ষোভের খবর সংগ্রহ ও প্রচার করায় আন্তর্জাতিক বার্তা সংস্থা এপির ফটোগ্রাফারসহ (আলোকচিত্রী) ছয় সাংবাদিককে কারাগারে পাঠিয়েছে দেশটির জান্তা সরকার।
এই ছয় সাংবাদিকের বিরুদ্ধে ‘ভয় সৃষ্টি, ভুয়া তথ্য ছড়ানো, প্রত্যক্ষ বা পরোক্ষভাবে সরকারি কর্মচারীদের বিক্ষুদ্ধ করার’ অভিযোগ আনা হয়েছে। আজ বুধবার অভিযুক্তদের আইনজীবী টিন জার উ’র বরাত দিয়ে সংবাদমাধ্যম ব্যাংকক পোস্ট ও ভয়েস অব আমেরিকা এ তথ্য জানিয়েছে।
প্রতিবেদনে বলা হয়, ইয়াংগুনে বিক্ষোভের ছবি তোলার সময় এপির আলোকচিত্রী কো থেইন জ’কে (৩২) গত শনিবার গ্রেপ্তার করা হয়।
নির্বাচিত প্রতিনিধিদের সরিয়ে ক্ষমতা নেওয়ার পর গত মাসে জান্তা সরকার এই আইনটি সংশোধন করে এর সাজা দুই বছর থেকে বাড়িয়ে তিন বছর করেছে।
আইনজীবী টিন জার উ বলেছেন, ‘স্বাধীন সংবাদমাধ্যম আইন মেনেই আলোকচিত্রী কো থেইন জ তার পেশাগত দায়িত্ব পালন করছিলেন।’ অভিযুক্ত ছয় সাংবাদিককেই ইয়াংগুনের ইনসেইন কারাগারে রাখা হয়েছে বলেও জানিয়েছেন তিনি।
বার্তা সংস্থা এপি জানিয়েছে, অন্য পাঁচ সাংবাদিকদের চারজন ফটো এজেন্সি ‘মিয়ানমার নাউ’, মিয়ানমার ফটো এজেন্সি, সেভেনডে নিউজ ও জি কেওয়েট অনলাইন নিউজে কাজ করছেন। বাকিজন ফ্রিল্যান্সার।
এপির ইন্টারন্যাশনাল নিউজ বিভাগের ভাইস প্রেসিডেন্ট ইয়ান ফিলিপস আলোকচিত্রী থেইন জ’র দ্রুত কারামুক্তির আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, ‘স্বাধীন সাংবাদিকদের অবশ্যই অবাধ, নিরাপদ ও ভয়-নিষেধাজ্ঞামুক্ত পরিবেশে কাজ করতে দিতে হবে।’