এবার অ্যান্টার্কটিকায় করোনা শনাক্ত
![](https://publisher.ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2020/12/23/antarctica_corona.jpg)
করোনাভাইরাসের সংক্রমণ ছড়াতে শুধু একটি মহাদেশই বাকি ছিল। এবার বরফাচ্ছাদিত আবহাওয়ার অ্যান্টার্কটিকা মহাদেশে করোনায় আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে।
বিশ্বখ্যাত সাময়িকী নিউজউইকের অনলাইনে বলা হয়, চিলির সেনাবাহিনী জানিয়েছে, অ্যান্টার্কটিক উপদ্বীপের বার্নাডো ও’হিগিনস গবেষণাকেন্দ্রে ৩৬ জন করোনায় আক্রান্ত হয়েছে।
৩৬ জনের মধ্যে ২৬ জন সামরিক কর্মকর্তা। ১০ জন বেসামরিক রক্ষণাবেক্ষণকর্মী। তাদের চিলিতে সরিয়ে নেওয়া হয়েছে। চিলির নৌবাহিনীর একটি জাহাজে ওই গবেষণাকেন্দ্রে প্রয়োজনীয় জিনিস পাঠানো হয়।
জাহাজে থাকা তিনজন করোনাভাইরাসে সংক্রমিত হন। এর একদিন পরই অ্যান্টার্কটিকার ওই গবেষণাকেন্দ্রে ৩৬ জন সংক্রমিত হওয়ার খবর মিলল।