এবার কোয়ারেন্টিনে যাচ্ছেন নেতানিয়াহু
![](https://publisher.ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2020/03/30/netaniyahu.jpg)
এক ঘনিষ্ট সহযোগী করোনাভাইরাসে আক্রান্ত হওয়ায় কোয়ারেন্টিনে যাচ্ছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু।
সংবাদমাধ্যম সিএনএন জানায়, নেতানিয়াহুর পার্লামেন্টারি অ্যাডভাইজার রিভকাহ পালুচের করোনাভাইরাস আক্রান্ত হওয়ার পর নেতানিয়াহুসহ প্রধানমন্ত্রীর দপ্তরের বেশকয়েকজন কোয়ারেন্টিনে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন।
আজ সোমবার ইসরায়েলি প্রধানমন্ত্রীর দপ্তরের এক বিবৃতিতে বলা হয়, প্রধানমন্ত্রী নেতানিয়াহুর চিকিৎসকের সঙ্গে কথা বলে কোয়ারেন্টিনের সময়কাল নির্ধারণ করা হবে।
গত সপ্তাহেও নেতানিয়াহু ও রিভকাহ পালুচের সাক্ষাৎ হয়। এ কারণে সেলফ কোয়ারেন্টিনে যেতেই হচ্ছে ইসরায়েলি প্রধানমন্ত্রী। তবে কয়দিনের জন্য তিনি কোয়ারেন্টিনে যাবেন তা জানা যায়নি।
ইসরায়েলে এ পর্যন্ত চার হাজার ৩৪৭ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন এবং এদের মধ্যে ১৫ জনের মৃত্যু হয়েছে। আক্রান্তদের ১৩২ জন সুস্থ হয়েছেন।
এদিকে বিশ্বে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে সাত লাখ ৩২ হাজার ৫৯২ জনে। মারা গেছেন ৩৪ হাজার ১৮০ জন আর আক্রান্ত হওয়ার পর সুস্থ হয়েছেন এক লাখ ৫৭ হাজার ৪৬৩ জন।