এবার জাপানে শক্তিশালী ভূমিকম্পের আঘাত

Looks like you've blocked notifications!
ভূমিকম্পের মাত্রার প্রতীকী ছবি রয়টার্সের

সারা বিশ্বে ভূমিকম্পের রেশ যেন কাটছেই না। প্রাকৃতিক দুর্যোগটি একের পর এক আঘাত হানছে ভূখণ্ডে। এবার জাপানে আঘাত হেনেছে প্রাকৃতিক দুর্যোগটি। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ছয় দশমিক এক। জাপান আবহাওয়া সংস্থা এ তথ্য জানিয়েছে।

ফরাসি সংবাদ সংস্থা এএফপির বরাতে আজ (২৮ মার্চ) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে হিন্দুস্তান টাইমস।

জাপান আবহাওয়া সংস্থা বলছে, দেশটির স্থানীয় সময় সন্ধ্যা ৬টা ১৮ মিনিটে উত্তর জাপানের আওমোরিতে ছয় দশমিক এক মাত্রার একটি ভূমিকম্প আঘাত হেনেছে। তবে, সুনামির সতর্কতা জারি করা হয়নি। ভূমিকম্পটির গভীরতা ছিল ২০ কিলোমিটার (১২ মাইল)। এ প্রাকৃতিক দুর্যোগে এখন পর্যন্ত হতাহত বা ক্ষয়ক্ষতির কোনো তথ্য পাওয়া যায়নি।

এদিকে, জাপানে আঘাত হানা ভূমিকম্পটি ছয় দশমিক দুই মাত্রার ছিল বলে জানিয়েছে যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস)।

জাপানে ভূমিকম্প নতুন নয়। দেশটিতে হরহামেশায় প্রাকৃতিক দুর্যোগটি আঘাত হানে। জাপান প্রশান্ত মহাসাগরীয় রিং অব ফায়ারে অবস্থিত।