এবার মেক্সিকোতে আঘাত হানল শক্তিশালী ভূমিকম্প

Looks like you've blocked notifications!
ভূমিকম্পের প্রতীকী ছবি পিক্সাবের ওয়েবসাইট থেকে নেওয়া

বিশ্বজুড়ে ভূমিকম্পের রেশ যেন থামছেই না। প্রাকৃতিক দুর্যোগটি একের পর এক আঘাত হানছে। এবার মেক্সিকোতে আঘাত হেনেছে ভূমিকম্পটি। দেশটির স্থানীয় সময় গতকাল সোমবার (৩ এপ্রিল) রাতে আঘাত হানা ভূমিকম্পের মাত্রা ছিল পাঁচ দশমিক তিন। যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপের (ইউএসজিএস) বরাতে এ তথ্য জানিয়েছে রয়টার্স।

প্রতিবেদনে লন্ডনভিত্তিক সংবাদ সংস্থাটি জানিয়েছে, ভূমিকম্পের সময় মেক্সিকোর রাজধানীতে সতর্কতামূলক অ্যালার্ম বেজে উঠে। এতে করে রাজধানীর অনেক ভবনের বাসিন্দারা তাদের বসতঘর থেকে নেমে পড়েন।

ইউএসজিএসের তথ্যমতে, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল দক্ষিণ ওক্সাকা প্রদেশের পুয়ের্তো এসকোন্ডিডোর প্রশান্ত মহাসাগরীয় অংশে।

ভূমিকম্পের পর সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে এক পোস্টে ওক্সাকা প্রদেশের গভর্নর স্যালোমোন জারা লেখেন, ‘প্রদেশে কোনো ক্ষয়ক্ষতি বা হতাহতের ঘটনা ঘটেনি।’