এবার শক্তিশালী ভূমিকম্পে কাঁপল নিউজিল্যান্ড

Looks like you've blocked notifications!
ভূমিকম্পের প্রতীকী ছবি রয়টার্সের

ভূমিকম্পের আঘাত যেন থামছেই না। একের পর এক ভূমিকম্পে কাঁপছে বিশ্বের বিভিন্ন অঞ্চল। এবার নিউজিল্যান্ডে আঘাত হেনেছে প্রাকৃতিক দুর্যোগটি।

মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থার (ইউএসজিএস) বরাতে আজ শনিবার (৪ মার্চ) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে রয়টার্স।

ইউএসজিএসের তথ্যানুযায়ী, শনিবার নিউজিল্যান্ডের কেরমাডেক দ্বীপপুঞ্জে ভূমিকম্পটি আঘাত হানে। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ছয় দশমিক ৯। ভূমিকম্পটির গভীরতা ছিল ১৫২ কিলোমিটার (৯৪ মাইল)। যদিও ইউরোপিয়ান-মেডিটেরিনিয়ান সিমোলজিক্যাল সেন্টার (ইএমএসসি) বলছে, রিখটার স্কেলে ভূমিকম্পটির মাত্রা ছিল ছয় দশমিক ছয়। গভীরতা ছিল ১৮৩ কিলোমিটার।

তাৎক্ষণিকভাবে ভূমিকম্পে ক্ষয়ক্ষতি বা হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। এমনকি সুনামির সতর্কতাও জারি করা হয়নি।