এশিয়ার শক্তিশালী ঘূর্ণিঝড় আঘাত হেনেছে ফিলিপাইনে
ফিলিপাইনে আজ রোববার ভোরে শক্তিশালী ঘূর্ণিঝড় আঘাত হেনেছে। ঘণ্টায় সর্বোচ্চ ২২৫ কিলোমিটার বেগে ছুটে চলা এই ঘূর্ণিঝড়ের নাম রাখা হয়েছে ‘গনি’। এ বছর এশিয়ায় এত ভয়াবহ ঘূর্ণিঝড় দেখা যায়নি। এর কারণে ফিলিপাইনে ভূমিধসের ঘটনাও ঘটেছে। দেশটির ক্যাটান্ডনস দ্বীপে আজ রোববার ভোর ৪টা ৫০ মিনিটে আঘাত হানে ঘূর্ণিঝড় গনি।
ফিলিপাইনের প্রধান দ্বীপ, যেখানে রাজধানী ম্যানিলা অবস্থিত, সেই লুজানের অন্তত ১০ লাখ মানুষকে বাড়ি থেকে বের করে নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছে। করোনাভাইরাসের কারণে এবার ঘূর্ণিঝড়ের প্রস্তুতি ব্যাহত হয়েছে বলে স্থানীয় গণমাধ্যমের খবরে বলা হয়েছে। দেশটিতে করোনায় সাত হাজারের বেশি মানুষের মৃত্যু হয়েছে।
আবহাওয়া বার্তায় লুজানসহ ভিসায়াস ও মিন্দানাও দ্বীপের ভূ-অঞ্চলে বন্যা ও ভারি বৃষ্টিজনিত ভূমিধসের পূর্বাভাস দেওয়া হয়েছে।
পরবর্তী ১২ ঘণ্টায় সহিংস বাতাস ও তীব্র বৃষ্টিপাত হতে যাচ্ছে বলে জানিয়েছে ফিলিপাইন অ্যাটমোসফেরিক, জিওফিজিক্যাল অ্যান্ড অ্যাস্ট্রনমিক্যাল সার্ভিসেস অ্যাডমিনিস্ট্রেশন (পাগাসা)। আজ দুপুর থেকে ঘূর্ণিঝড়টি ম্যানিলা পেরিয়ে দক্ষিণ চীন সাগরের দিকে যাবে।
এর আগে ২০১৩ সালে ফিলিপাইনে ঘূর্ণিঝড় হাইয়ানের আঘাতে ছয় হাজারের বেশি মানুষের মৃত্যু হয়।