এশিয়া-আফ্রিকার পার্লামেন্টে ইউক্রেনের কথা বলতে চান জেলেনস্কি

Looks like you've blocked notifications!
ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। ছবি : সংগৃহীত

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি এশিয়া ও আফ্রিকার দেশগুলোর পার্লামেন্টে ইউক্রেনের জন্য সহায়তা চেয়ে বক্তৃতা দিতে চান। তিনি স্থানীয় সময় রোববার জানিয়েছেন, ইউক্রেনে রাশিয়ার হামলার পর সেখানকার পরিস্থিতি নিয়ে সব তথ্য দিতে চান তিনি। খবর ডয়চে ভেলের।

এর আগে ইউরোপের একাধিক দেশের পার্লামেন্টে বক্তৃতা দিয়েছেন ভলোদিমির জেলেনস্কি। ভাষণ দিয়েছেন জাতিসংঘেও। এবার এশিয়া ও আফ্রিকার দেশগুলোর কাছেও তিনি সমর্থন চাইবেন।

প্রাত্যহিক ভিডিও বিবৃতিতে আজ সোমবার ভলোদিমির জেলেনস্কি বলেছেন, ইউক্রেনের পরিস্থিতি সারা বিশ্বকে জানানো দরকার। সবার কাছে ইউক্রেনের তথ্য পৌঁছে দেওয়া দরকার। তিনি চান, প্রতিটি দেশের সংবাদমাধ্যমে যেন ইউক্রেন যুদ্ধের কথা উল্লেখ করা হয়। এ সময় এশিয়া ও আফ্রিকার দেশগুলোর পার্লামেন্টগুলোতে বক্তৃতা দেওয়ার কথা বলেন জেলেনস্কি। এর আগে ইউরোপের একাধিক পার্লামেন্টে ভার্চুয়াল ভাষণ দিয়েছেন তিনি।