ওডেসায় ইরানের ড্রোন দিয়ে বোমা হামলা করা হয়েছে : কিয়েভ

Looks like you've blocked notifications!
গত মাসে ওডেসায় রাশিয়ান ক্ষেপণাস্ত্র হামলায় আঘাতের পর একটি ভবন পুড়ে যায়। রয়টার্সের ফাইল ছবি

রাশিয়া ইউক্রেনের তৃতীয় জনবহুল শহর ও দক্ষিণাঞ্চলীয় সমুদ্রবন্দর ওডেসায় ইরানের তৈরি ড্রোন দিয়ে বোমা হামলা করা হয়েছে বলে অভিযোগ করেছে কিয়েভ। রাশিয়ার একই ধরনের হামলায় দুজন বেসামরিক লোক মারা যাওয়ার দুদিন পর এই ঘটনা ঘটল। যদিও ইরান এই সংঘাতে তাদের ড্রোন ব্যবহারের কথা অস্বীকার করেছে। খবর আলজাজিরার।

রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় বলছে, ইউক্রেনের বাহিনী আটটি ড্রোন দিয়ে জাপোরিঝিয়া পারমাণবিক কেন্দ্রের আশপাশের এলাকায় আক্রমণ করেছে।

ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রী দিমিত্রো কুলেবা বলেছেন, যুদ্ধে পারমাণবিক অস্ত্রের সম্ভাব্য ব্যবহার সম্পর্কে ক্রেমলিনের বিবৃতি ‘একবারেই অগ্রহণযোগ্য’।