কঠোর লকডাউনে যাচ্ছে জার্মানি

Looks like you've blocked notifications!
জার্মানির চ্যান্সেলর অ্যাঙ্গেলা মেরকেল। ছবি : সংগৃহীত

আগামী ১৮ এপ্রিল পর্যন্ত করোনাভাইরাস সংক্রান্ত বিধিনিষেধ দীর্ঘায়িত করছে জার্মানি। ভাইরাসে সংক্রমণের হার বৃদ্ধির লাগাম টেনে ধরার লক্ষ্যে ইস্টার সানডে উদযাপনকে সামনে রেখে পাঁচদিনের কঠোর লকডাউনে যাচ্ছে দেশটি।

সংবাদমাধ্যম ডয়েচে ভেলে এক প্রতিবেদনে জানায়, আঞ্চলিক নেতাদের সঙ্গে দীর্ঘ আলোচনার পর আজ মঙ্গলবার সকালে চ্যান্সেলর অ্যাঙ্গেলা মেরকেল এ কথা বলেন।

সাংস্কৃতিক, অবসর ও ক্রীড়াকেন্দ্র বন্ধ রাখাসহ বিদ্যমান বিভিন্ন পদক্ষেপের মেয়াদ বাড়ানোর পাশাপাশি অ্যাঙ্গেলা মেরকেল ও জার্মানির ১৬টি রাজ্য প্রধানমন্ত্রী আগামী ১ থেকে ৫ এপ্রিল পর্যন্ত দেশে কঠোর লকডাউন আরোপ করার ব্যাপারে সম্মত হয়েছেন।

খবরে বলা হয়, এ পাঁচদিন দেশের প্রায় সব দোকানপাট বন্ধ থাকবে ও ইস্টার সানডে পালন উপলক্ষে ধর্মীয় সেবাদান কর্মসূচি অনলাইনে চলবে।

আগামী ৩ এপ্রিল (শনিবার) কেবল মুদি দোকানগুলো খোলা রাখার অনুমতি পাবে বলে জানানো হয়।