কনজারভেটিভ পার্টির প্রধানের পদ ছাড়ছেন বরিস জনসন

Looks like you've blocked notifications!
ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন। ছবি : রয়টার্স

ব্রিটিশ কনজারভেটিভ পার্টির প্রধানের পদ থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন বরিস জনসন। তবে, আগামী শরৎ পর্যন্ত তিনি বহাল থাকবেন প্রধানমন্ত্রী পদে।

আজ বৃহস্পতিবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।

খবরে বলা হয়, বরিস জনসন আজ প্রকাশ্যে কনজারভেটিভ পার্টির প্রধানের পদ থেকে তাঁর পদত্যাগের ঘোষণা দেবেন।

একটি সূত্র বিবিসিকে বলেছে, প্রধানমন্ত্রী বরিস জনসন গ্রাহাম ব্র্যাডির সঙ্গে কথা বলেছেন এবং অক্টোবরে সম্মেলনের মাধ্যমে একজন নতুন নেতা স্থলাভিষিক্ত হলেই তিনি সরে দাঁড়াবেন।