করাচির পুলিশ প্রধানের দপ্তরে সশস্ত্র হামলা

Looks like you've blocked notifications!
ছবি : রয়টার্স

অর্থনৈতিক টালমাটালে থাকা পাকিস্তানে পুলিশকে লক্ষ্য করে সশস্ত্র হামলা যেন থামছেই না। ফের দেশটির এক প্রাদেশিক পুলিশ প্রধানের দপ্তরে হামলা চালানো হয়েছে। একইসঙ্গে পার্শ্ববর্তী একটি থানায় হামলা চালানো হয়েছে। আজ শুক্রবার (১৭ ফেব্রুয়ারির) রাতে এ হামলার ঘটনা ঘটে। খবর দ্য ডনের।

প্রতিবেদনে পাকিস্তানের গণমাধ্যমটি জানায়, করাচির পুলিশ প্রধান শেরা ফয়সালের দপ্তরে আট থেকে ১০ জনের একটি সশস্ত্র দল হামলা চালিয়েছে। তাদের রুখতে একটি অভিযান পরিচালনা করা হচ্ছে।

সিন্ধ রেঞ্জার্সের (পাকিস্তানের আধা সামরিক বাহিনী) এক মুখপাত্র বলেন, ‘আট থেকে ১০ জনের একটি দল হামলা করেছে বলে আমরা ধারণা করছি।’

ওই প্রাদেশিক পুলিশ প্রধানের দপ্তরের কাছেই সাদ্দার পুলিশ স্টেশন। এক বিবৃতিতে তারা বলে, ‘ আমাদের থানায়ও হামলা চালানো হয়েছে। তবে কে বা কারা এই হামলা চালিয়েছে তা এখনো নিশ্চিত করা যায়নি। হামলাকারীদের সঙ্গে আমাদের গোলাগুলি হচ্ছে।’

সশস্ত্র দলটিকে রুখতে আশেপাশের এলাকা থেকে অতিরিক্ত নিরাপত্তা বাহিনীর সদস্যদের ডাকা হয়েছে।

রেঞ্জার্সের মুখপাত্র বলেন, ‘কুইক রেসপন্স ফোর্স (কিউআরএফ) ঘটনাস্থলে পৌঁছেছে। তারা এলাকাটি ঘিরে রেখেছে। পুলিশের পাশাপাশি রেঞ্জার্সরা সন্ত্রাসীদের বিরুদ্ধে অভিযান শুরু করেছে।’

এ ঘটনায় পুলিশের একজন ও রেঞ্জার্সের একজন সদস্য আহত হয়েছে বলে নিশ্চিত করেছে পুলিশ সার্জন ডা. সুমাইয়া সাঈদ।