করোনাভাইরাস : ইতালিতে ২৪ ঘণ্টায় প্রাণ গেল ৪৯ জনের
করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ইতালিতে একদিনেই মারা গেছে ৪৯ জন। দেশটিতে বাড়ছে ভাইরাসটিতে আক্রান্ত রোগীর সংখ্যা। ইতালিতে এখন পর্যন্ত চার হাজার ৬০০ মানুষ আক্রান্ত হয়েছে এই ভাইরাসে।
সংবাদমাধ্যম বিবিসি জানিয়েছে, করোনাভাইরাসের কারণে ইতালিতে এখন পর্যন্ত ১৯৭ জন মারা গেছে। মৃত্যুর দিক থেকে চীনের পরই এখন ইতালির অবস্থান।
বিশ্ব স্বাস্থ্য সংস্থা জানিয়েছে, ডিসেম্বরে চীনে করোনাভাইরাসের প্রকোপ শুরু হয়। আর তা ছড়িয়ে পড়ছে বিশ্বের একাধিক দেশে। সারাবিশ্বে এখন পর্যন্ত এক লাখেরও বেশি মানুষ এই ভাইরাসে আক্রান্ত হয়েছে। মারা গেছে তিন হাজারেরও বেশি মানুষ; যাদের অধিকাংশই চীনের বাসিন্দা।
ইতালির সরকারের স্বাস্থ্য বিভাগ থেকে জানানো হয়েছে, দেশটিতে করোনাভাইরাসে মারা যাওয়া রোগীদের গড় বয়স ৮০ বছর। তাঁদের অধিকাংশই আগে থেকেই বিভিন্ন রোগে ভুগছিলেন। মারা যাওয়া রোগীদের ৭২ শতাংশই পুরুষ।
করোনাভাইরাসের প্রকোপ মোকাবিলায় বিভিন্ন পদক্ষেপ নিয়েছে ইতালি। এরইমধ্যে ১০ দিনের জন্য স্কুলগুলো বন্ধ রাখার ঘোষণা দিয়েছে দেশটির সরকার।
আজ শনিবার পর্যন্ত পাওয়া তথ্য অনুযায়ী, ইরানে এখন পর্যন্ত চার হাজার ৭৪০ জন আক্রান্ত হয়েছে। মারা গেছেন ১৪৫ জন।