করোনার কারণে সিডনির বাসিন্দাদের শহর ত্যাগে নিষেধাজ্ঞা

Looks like you've blocked notifications!
অস্ট্রেলিয়ায় সিডনির বাসিন্দাদের শহর ত্যাগে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। ছবি : সংগৃহীত

অস্ট্রেলিয়ায় সিডনির বাসিন্দাদের শহর ত্যাগে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। করোনার তীব্র সংক্রামক ধরণ ডেল্টা যেন অন্যান্য এলাকায় ছড়িয়ে পড়তে না পারে সে কারণে অস্ট্রেলীয় কর্তৃপক্ষ এ সিদ্ধান্ত নিয়েছে।

সিডনির বন্দাই বিচ এলাকায় গত সপ্তাহে করোনার গুচ্ছ সংক্রমণ শনাক্তের পর এ পর্যন্ত ৩০ জনেরও বেশি লোক আক্রান্ত হয়েছে।

নিউ সাউথ ওয়েলস রাজ্যের প্রধানমন্ত্রী গ্লেডিস বেরেজিকিয়ান নতুন এই পদক্ষেপের কথা ঘোষণা করেন, যা আগামী সপ্তাহ থেকে কার্যকর হবে। খবর বাসসের।

নিষেধাজ্ঞার মধ্যে সিডনির বাইরে অপ্রয়োজনীয় ভ্রমণ বন্ধ এবং সীমিত পরিসরে সামাজিক মেলামেশার কথা বলা হয়েছে। কর্মকর্তারা এসব নিষেধাজ্ঞা মেনে চলতে সিডনিবাসীর প্রতি আহ্বান জানিয়েছে।

উল্লেখ, বিশ্বে যে কয়টি দেশ সাফল্যের সঙ্গে করোনাভাইরাস নিয়ন্ত্রণ করতে পেরেছে অস্ট্রেলিয়া তার একটি। দেশটিতে এখন পর্যন্ত ৩০ হাজারেরও বেশি লোক করোনায় আক্রান্ত হয়েছে। মারা গেছে ৯১০ জন।