করোনার টিকার বুস্টার ডোজ দিতে যাচ্ছে ব্রাজিল

Looks like you've blocked notifications!
আগামী ১৫ সেপ্টেম্বর থেকে করোনার টিকার বুস্টার ডোজ দিতে যাচ্ছে ব্রাজিল। ছবি : সংগৃহীত

করোনার টিকার বুস্টার ডোজ দিতে যাচ্ছে ব্রাজিল। আগামী ১৫ সেপ্টেম্বর থেকে প্রাণঘাতী রোগে আক্রান্ত, গুরুতর অসুস্থ এবং ৮০ বছরের বেশি বয়সীদের এই ডোজ দেওয়া হবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী মার্সেলো কুইরোগা।

স্থানীয় সময় গতকাল মঙ্গলবার স্বাস্থ্যমন্ত্রী মার্সেলো কুইরোগা এ বিষয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন। তিনি বলেন, ফাইজারের সঙ্গে বায়োএনটেক সমন্বিতভাবে এই ডোজ উৎপাদন করবে। খবর রয়টার্সের।

করোনার ডেলটা ধরন এবং দ্রুতগতিতে এই ভাইরাস ছড়িয়ে পড়ার প্রেক্ষাপটে জনসাধারণকে রক্ষা করতে এমন পদক্ষেপ গ্রহণ করেছে ব্রাজিল। ব্রাজিলজুড়ে এই মুহূর্তে করোনা আক্রান্ত রোগীর সংখ্যা আড়াই কোটির বেশি। দেশটিতে এতে এখন পর্যন্ত মৃত্যু হয়েছে পাঁচ লাখ ৭৫ হাজারের বেশি মানুষের।

ব্রাজিলের আগে সম্প্রতি করোনার টিকার বুস্টার দেওয়ার অনুমোদন দেয় যুক্তরাষ্ট্র। শারীরিকভাবে অপেক্ষাকৃত বেশি অসুস্থ ও রোগপ্রতিরোধ ক্ষমতা দুর্বল ব্যক্তিদের জন্য এই ডোজ দিচ্ছে দেশটি।