করোনার টিকা নিতে না চাইলে জেল : ফিলিপাইনের প্রেসিডেন্ট

Looks like you've blocked notifications!
ফিলিপাইনের প্রেসিডেন্ট রদ্রিগো দুতের্তে। ছবি : সংগৃহীত

কোভিড-১৯-এর টিকা নিতে অস্বীকৃতি জানানো নাগরিকদের কারাগারে পাঠানোর হুমকি দিয়েছেন ফিলিপাইনের প্রেসিডেন্ট রদ্রিগো দুতের্তে। যুক্তরাষ্ট্রের সংবাদমাধ্যম সিএনএন এ খবর দিয়েছে।

এ পর্যন্ত দেশটিতে ১৩ লাখের বেশি মানুষ করোনায় আক্রান্ত হয়েছে। করোনায় মৃত্যু হয়েছে ২৩ হাজার মানুষের।

প্রেসিডেন্ট রদ্রিগো দুতের্তে বলেন, ‘পছন্দ আপনার, টিকা নিবেন নাকি আমি আপনাকে জেলে পাঠাব। আমাকে ভুল বুঝলে চলবে না, দেশে সংকট চলছে।’

রাজধানী ম্যানিলায় করোনার টিকাদান কর্মসূচিতে লোকজন কম আসছে এমন খবরের পরিপ্রেক্ষিতে প্রেসিডেন্ট দুতের্তে গতকাল সোমবার টেলিভিশন বক্তৃতায় এ হুঁশিয়ারি দেন।

গত রোববার (২০ জুন) নাগাদ ফিলিপাইনে ২১ লাখ মানুষকে করোনার টিকা দেওয়া হয়েছে। দেশটির সরকার এ বছরের মধ্যে ১১ কোটি জনসংখ্যার মধ্যে সাত কোটি মানুষের টিকাদান সম্পন্ন করতে চায়।