করোনার টিকা প্রত্যাখ্যানকারীদের তালিকা করবে স্পেন : স্বাস্থ্যমন্ত্রী

Looks like you've blocked notifications!
ছবি : রয়টার্স

নভেল করোনাভাইরাসের টিকা নিতে অনীহা প্রকাশ করেছে স্পেনের বহু মানুষ। এ জন্য টিকা নিতে যারা অস্বীকার করবেন, তাদের একটি তালিকা করা হবে বলে জানিয়েছেন স্পেনের স্বাস্থ্যমন্ত্রী সালভাদর ইলা।

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এক প্রতিবেদনে জানিয়েছে, স্বাস্থ্যমন্ত্রী সালভাদর বলেছেন, টিকা নিতে যারা অস্বীকার করবে তাদের নামের সেই তালিকা ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশগুলোকে দেওয়া হবে।

স্পেনের স্বাস্থ্যমন্ত্রী আরো বলেছেন, ওই তালিকা সাধারণ জনগণ কিংবা বিভিন্ন প্রতিষ্ঠানের মালিকরা দেখতে পারবেন না। তিনি মনে করেন, করোনাভাইরাস সংক্রমণ প্রতিহত করতে সবার টিকা নেওয়াটা বেশি ভালো হবে।

করোনাভাইরাস মহামারিতে ইউরোপে ক্ষতিগ্রস্ত দেশগুলোর অন্যতম স্পেন। দেশটিতে এখন পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছে ১৮ লাখ ৯৪ হাজার ৭২ জন এবং মারা গেছে ৫০ হাজার ১২২ জন।

এরই মধ্যে দেশটিতে ফাইজার/বায়োএনটেক-এর তৈরি করোনার টিকা অনুমোদন দেওয়া হয়েছে।