করোনার নতুন কেন্দ্র ব্রাজিল, বেপরোয়া প্রেসিডেন্ট
![](https://publisher.ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2020/05/25/braajil.jpg)
বিশ্বে নভেল করোনাভাইরাস সংক্রমণের নতুন কেন্দ্র হয়ে উঠেছে লাতিন আমেরিকার দেশ ব্রাজিল। যুক্তরাষ্ট্রের পরে ব্রাজিলেই এখন পর্যন্ত সর্বাধিক সংখ্যক মানুষ করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে।
ব্রাজিলে গতকাল রোববার ৬৫৩ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছে। এ নিয়ে দেশটিতে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়াল ২২ হাজার ৬৬৬ জনে। ব্রাজিলে এ পর্যন্ত করোনাভাইরাস আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে তিন লাখ ৬৩ হাজার ২১১ জনে, যা বিশ্বে দ্বিতীয় সর্বাধিক। সংবাদমাধ্যম বিবিসি এ খবর জানিয়েছে।
এর মধ্যেই ব্রাজিল থেকে যুক্তরাষ্ট্রে ভ্রমণের ওপর নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। গত ১৪ দিনের মধ্যে যারা ব্রাজিল সফর করেছে, এমন বিদেশি নাগরিক যুক্তরাষ্ট্রে প্রবেশ করতে পারবে না।
তবে দেশে সংক্রমণের সংখ্যা বাড়লেও তা নিয়ন্ত্রণে আনার বিষয়ে কর্ণপাত করছেন না ব্রাজিলের প্রেসিডেন্ট জাইর বলসোনারো। গতকাল রোববারও তিনি রাজধানী ব্রাসিলিয়ায় শত শত সমর্থকের সঙ্গে দেখা করেছেন। এ সময় তিনি কোনো মাস্ক পরেননি।
যুক্তরাষ্ট্রের ভ্রমণ নিষেধাজ্ঞা করোনাভাইরাস নিয়ন্ত্রণে পদক্ষেপ নিতে ব্রাজিলের প্রেসিডেন্ট বলসোনারোর ওপর কোনো ধরনের প্রভাব ফেলতে পারবে কি না, তা নিয়েও সন্দেহ প্রকাশ করেছে অনেকে।